Today 23 Apr 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জল কণার অভিমান ভঙ্গ

লিখেছেন: রাজিব সরকার | তারিখ: ২৩/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1047বার পড়া হয়েছে।

মাতাল হাওয়া
সেই সাথে অঝোরে বৃষ্টি,
বারান্দায় আবছা আলোয়
আমায় ভিজিয়ে দিয়ে যায়
এই কচি রাতের বৃষ্টি।
আকাশ হতে মাঝে মাঝে নেমে আসছে প্রচন্ড শব্দ
হঠাৎ করে চোখ ঝলসানো ক্ষণিক বিদ্যুতের ঝলকানি;
বেশ ভালই লাগে
মেঘেদের মাঝে অভিমান করে লুকিয়ে থাকা
জলের কণাগুলোর স্বতঃস্ফূর্ত খেলা দেখতে।

১,১০০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-৩০ ১৬:১৭:৫০ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  মেঘেদের মাঝে অভিমান করে লুকিয়ে থাকা
  জলের কণাগুলোর স্বতঃস্ফূর্ত খেলা দেখতে।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  হঠাৎ করে চোখ ঝলসানো ক্ষণিক বিদ্যুতের
  ঝলকানি;
  বেশ ভালই লাগে
  আমারো ভাল লাগে ।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  মাতাল হাওয়া
  সেই সাথে অঝোরে বৃষ্টি,
  বারান্দায় আবছা আলোয়
  আমায় ভিজিয়ে দিয়ে যায়
  এই কচি রাতের বৃষ্টি।
  পরিবেশের সুন্দর বর্ণনা ভাল লাগল । জল কণা গুলোর স্বত স্ফুর্ত খেলা দেখতে সত্যই ভাল লাগে ।
  শুভ কামনা । ভাল থাকুন ।

 4. তৌফিক মাসুদ মন্তব্যে বলেছেন:

  মাতাল হাওয়া
  সেই সাথে অঝোরে বৃষ্টি,
  বারান্দায় আবছা আলোয়
  আমায় ভিজিয়ে দিয়ে যায়
  এই কচি রাতের বৃষ্টি।
  কবিতায় সুন্দর অনুভুতির প্রকাশ।

 5. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ সবাইকে

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ছোট কবিতায় অনেক সুন্দর অনুভূতি । শুভকামনা

 7. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে ভাই

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top