নোটিশ
জীবনের চোরাগলি
এই লেখাটি ইতিমধ্যে 730বার পড়া হয়েছে।
একঘটি জলের বিনিময়ে একটি কানাকড়ি দিতে চেয়েছিলো,
নিতে পারিনি;জলের আবার বিনিময় কী!
যেমন বিনিময় হয় না উত্তম কথার তেমন,
সবাই হাত পেতে থাকে, কম দামে কিনে নিতে চায় পণ্য!
ইতিহাস কাউকে ক্ষমা করে না; সব কিছু লিখে রাখে!
এখন জীবনের চোরাগলি যেখানে-সেখানে আতিপাতি করে
খুঁজে নেয় আধখানা রুটি
অথবা
পূর্ণিমার চাঁদ!
ককপিটে বসে থাকে আঁধার রাত
দিন যায়, মাস যায়, বছর যায়
সে আর ফুরোয় না;
বোবা আকাশ সেও বেকার চেয়ে থাকে
কিছু বলে না!!
৭২৪ বার পড়া হয়েছে
দারুন
অশেষ ধন্যবাদ কবি দা।
‘জীবনের চোরাগলি’তে আমরা সবাই কিছু না কিছু পাওয়ার আশায় ওঁত পেতে বসে থাকি।
বরাবরের মতই দারুণ কাব্যিক প্রকাশ! অনেক ভালবাসা ও শুভেচ্ছা কবিকে।
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।
দারুন অনবদ্য লীখনী
বেশ ভালো লাগলো
মুগ্ধ কর
অশেষ ধন্যবাদ কবি।
চমৎকার লিখেছেন
শুভকাম্না সতত
অশেষ ধন্যবাদ কবি আপু।
অনেক সুন্দর লিখা । পাঠ করতে ভালোই লাগছিল ।
শুভ কামনা ও শুভেচ্ছা কবিকে ।
অশেষ কৃতজ্ঞতা জানবেন কবি।