Today 20 Sep 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

জীবনের জলছাপ

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০২/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 935বার পড়া হয়েছে।

সময়ের কার্নিশে ঝুলে আছি, ঝুলে আছি!
অনেকটা নিজের অজ্ঞাতসারেই
দুই পা সামনে বাড়লে এক পা পিছনে দেই
দুই পা পেছনে আসলে এক পা সামনে দেই
ষোল গুটির বৃত্তে জীবন বন্দি হয়ে আছি!

মাঝ পথে দাঁড়িয়ে এখনও খুঁজে ফিরছি
পথের ঠিকানা, কী পেয়েছি কী পাইনি;
তাও জানি না! পথ সেও কিছু বলে না!
কেবল জোয়াল কাঁধে বয়ে চলেছি, সময়ের
এফোঁড়-ওফোঁড়!
চোখ থাকতে চোখের মর্যাদা দেইনি
দাঁত থাকতে দাঁতের মর্যাদাও দেইনি
দিনে দিনে কেবল বেড়েই চলেছে
বৃষ্টির ফোঁটায় বিনির্মিত জীবনের জলছাপ!

মাঝে মাঝে ভাবতে থাকি জীবনের একটা
সংজ্ঞা নির্ধারণ করা বড়ো দরকার,
পথের উপর পথ থমকে দাঁড়িয়ে আছে
দাঁড়িয়ে থাকে শতজনমের কপাল পোড়া
দিন-রাত!!
শেষ পর্যন্ত জীবনের সংজ্ঞা নিরূপণ করা হয় না
তবু জীবন থেমে থাকে না
সে চলতে থাকে তার নিজের মতো—!!

৯২৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সময় থাকতে কোন কিছুর মর্যাদাই আমরা দেইনা।।

  চমৎকার লিখেছেন ভাইয়া সুভকামনা

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Excellent jashim vai,

  Best wishes.

 3. মিলি মন্তব্যে বলেছেন:

  দ্বিধা আর পাওয়া না পাওয়ার হিসেব নিকেশেই পার করে দেই অমূল্য সময় ………… কবিতা অনেক সুন্দর হয়েছে ।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  দিনে দিনে কেবল বেড়েই চলেছে
  বৃষ্টির ফোঁটায় বিনির্মিত জীবনের জলছাপ!
  অথবা,
  শেষ পর্যন্ত জীবনের সংজ্ঞা নিরূপণ করা হয় না
  তবু জীবন থেমে থাকে না
  সে চলতে থাকে তার নিজের মতো—!!
  –কবিতার এ অংশে জীবনের সত্যি ধরা আছে সুন্দর ভাবে।

 5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  কবির কবিতার দৌলতে ষোলগুটি খেলার কথা মনে পড়ল – ভুলেই গেছিলাম প্রায়।
  ভাল লাগল কবিতা – সত্যি জীবন যেন ষোলগুটির ছকেই বন্দি…

 6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  আপনার কাব্য ভাবনা আরো ভাল হয় ।
  ভাল থাকবেন ।

 7. মুহম্মদ ওমর ফারুক মন্তব্যে বলেছেন:

  অসাধারণ!! বেশ ভালো লাগলো।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top