নোটিশ
জয়ীতার আঁকা ছবি
এই লেখাটি ইতিমধ্যে 828বার পড়া হয়েছে।
– জসিম উদ্দিন জয়
সবুজের সমারোহ আমাদের গ্রাম,
পাতার ফাঁেক ফাঁকে আম আর জাম।
দূরের পাখিগুলো ছুয়েঁ যায় প্রান,
একতারা হাতে চলে বাউলের গান।
হাওয়ায় ঢেউ তোলে সাদাকাশঁবন,
বাড়ীর কোল ঘেষে ঝিঝি বাশঁবন।
খালবিল আর আছে খেলার মাঠ,
শাপলা ফুল আর পুকুরের ঘাট।
কলসি কাখে হেটে চলে গায়ের বধু
ভোমোরেরা ফুলে ফুলে আহরনে মধু।
উষার আকাশজুড়ে আছে বাঁকা রবি,
জয়ীতার তুলিতে আছে আঁকা ছবি ।
৮১৮ বার পড়া হয়েছে