বারান্দাতে শুয়েছিলো ছোট্টশিশু মায়ের সাথে
উদোম গায়ে উপোসপেটে জমকালো এই নিঝুমরাতে!
হাড়-কঙ্কাল মায়ের পেটে একটুওতো ভাত ছিলোনা
দ্বারেদ্বারে ঘুরলো এবং চাইলো কতো, কেউ দিলোনা?
তাই শিশুটির ছটপটানি, জ্বলছিলো পেট ক্ষুধার চোটে
আধমরা মা’র পায়নিকো দুধ হাজার চুষেও একটু মোটে।
মায়ের চোখে জল ছলছল ঝরছিলো তাই বানের বেগে–
ঠিক তখুনি দরজা খোলে ডান্ডাহাতে মনিব রেগে?
নিশুতরাতে তার যে সুখের ঘুমভাঙ্গালো হতচ্ছারী
আচমকা তাই লাঠির ঘায়ে শোধ নিলো সে সত্যি তারি।
অবুঝ শিশুর দোষ কী ছিলো, ফিনকি দিয়ে ফাটলো মাথা-
হায়রে কপাল ’’ভাগ’’ তবুও কটমটিয়ে বললো যা-তা;
দুঃখিনী মা’র গায়েও সেকী লাগলো বিষম, পার ছিলোনা
জ্ঞান হারালো সাথে সাথেই হুঁশ যে মোটে আর ছিলোনা।
মরলো কিনা দেখলো না সে, বীরের বেশেই ঢুকলো ঘরে
ভয় পেয়োনা, খুব সহজেই গরীব কি আর যায়গো মরে?
বাপ মরেছে নেই বাড়িঘর, তাই দুঃখী ওই শিশুর মায়ে
বারান্দাতে রাত কাটিয়ে কাজ করে খায় পেটের দায়ে।
শিক্ষা এবং চিকিৎসা নেই ঠিক যে ঝরাফুলের মতো–
এমনি করেই ধুকে ধুকে মা ও শিশু মরছে কতো।
এই শিশুটা তুমিই হলে, কেমন হতো চিন্তা করো
দুঃখিনীটা তোমার যদি মাতাই হতো কিংবা ধরো–
এমন ছবি তোমার মনে উথাল-পাথাল দেয়কি হানা
‘আমরা মানুষ সৃষ্টিসেরা’ এই কথা কি যায়রে মানা!!
নোটিশ
ঝরাফুলের মতো
এই লেখাটি ইতিমধ্যে 1385বার পড়া হয়েছে।
১,৪৭৫ বার পড়া হয়েছে
আলম ভাই , অসাধারন একটি পোস্ট দিয়েছেন । মন ছুঁয়ে গেল —– ।। আর অন্ত্যমিল একেবারে নিখুঁত । মুগ্ধ হলাম ।
শুভেচ্ছা নিবেন ।
অনেক ধন্যবাদ ভাই ভাল্লাগায়। এখানে ইমো কই খুঁজেই পাইছিনে যে?
মন খারাপ হয়ে গেল শিশুর কষ্টের ছবি দেখে ।বেদনার্ত মুখ ।মন স্পর্শ করে গেল মানবিক কবিতা টিতে ।ধন্যবাদ বাদশা ভাই ।ভাল থাকবেন ।
আপনার বেদনার্ত মন ও কোমল হৃদয়েরএপ্রতি শ্রদ্ধা জানাই
বারান্দাতে শুয়েছিলো ছোট্টশিশু মায়ের সাথে
উদোম গায়ে উপোসপেটে জমকালো এই নিঝুমরাতে!
হাড়-কঙ্কাল মায়ের পেটে একটুওতো ভাত ছিলোনা
দ্বারেদ্বারে ঘুরলো এবং চাইলো কতো, কেউ দিলোনা?
চমতকার কবিতা ।
কবিতা ভাল্লাগায় অনেক ধন্যবাদ
bhalo likhechen …
অনেক ধন্যবাদ পড়ার জন্য
চরম মানববিক একটি। কবিতা।যতটুকু পড়েছি ততটুকুই হৃদয় নিংড়ে গেছে বেদনায়। ধন্যবাদ কবি।
আপনাকে ফুলেল শুভেচ্ছা জানাই–কিন্তু এখানে ইমো খুঁজে না পাওয়ায় ফুল দেয়া হলোনা ভাই–
অনেক ভাল লাগল।
ভাল্লাগায় শুভেচ্ছা জানাই
এসব দৃশ্য খুব কষ্ট লাগে
আর একটা কথা এরা নিজেরাও ভাল থাকতে চায় না । কাজ করে খেতে চায় না শুধু ভিক্ষা করে বাচতে চায় ।
খুব সুন্দর লেখা
অনেকেই কাজ করতে চায়না–সবাই নয়, এটা ঠিক বলেছেন। আমি এর সাক্ষী। ধন্যবাদ
বেশ দরদি লেখা, ভাল লাগল খুব।
শুভেচ্ছা জানবেন কবি
ছটপটানি>ছটফটানি
যার চোখে দেখা বাস্তবতাকে নিয়ে লিখতে পারে
তারা ই কবি
কবি আপনাকে সালাম