ঝরা পাতা
এই লেখাটি ইতিমধ্যে 1662বার পড়া হয়েছে।
সূর্য ডুবে গেলে পর পৃথিবীর বুকে আঁধার নামে
স্বপ্ন পুরুষের বিরহে বুকে জাগে অনন্ত বেদনা
আকাশের গায়ে বিরহ বিষের যন্ত্রণা – আদিগন্ত নীল
দ্বাদশী চাঁদের একা একা বুকফাটা নীরব নিথর কান্না
জ্বলে জ্বলে গলে জ্যোৎস্নার আলো অথৈই জলে
সোঁদা মটির গন্ধে মমতায় ঝরে সবুজ ঝোপে
বারে বারে জোনাকীরা জ্বলে নেভে কি যেন খোঁজে,
নিঃশব্দ শিশিরের অব্যক্ত বেদনা বুঝে শুধু
হেমন্তের অলস বিকেলে ঝরা বিবর্ণ হলুদ পাতা
আর বুঝে ঘুটে কুড়ানি ঐ গাঁয়ের উদাসী বধূ
একে একে হায় ষাট বসন্ত পার করে যে গুণে গুণে
মনের মানুষ মাঠির ঘরে পথ চেয়ে আছে জেনে
হেমন্তের বিকেলের সাথে করে জীবনের বোঝা পড়া,
আঁচল ভরে কুড়িয়ে নেয় দু’ চারটি হলুদ পাতা
কি জানি কেন দুখু পাখী হু হু করে আত্মার ভেতর
সুখ স্মৃতি রোমন্থনে কেঁদে উঠে শিশিরের শব্দের সাথে;
বসন্ত বিকেলের সহস্র স্বর্ণালী সুখ স্মৃতি আজ আহা
হেমন্তের বিকেলে যেন ঝরা বিবর্ণ হলুদ পাতা
দিনের শেষে এলো মেলো অলস হাওয়াই দোলে
হলুদ সোনার মতন সোঁদা মাটির গন্ধে সোহাগে ঝরে
হাসায় কাঁদায় কত শত সুখ-স্মৃতি দুঃখ-গাঁথা
কত যে আহা রাগ অনুরাগ অভিমান আনন্দ বেদনা।
১,৬৬৬ বার পড়া হয়েছে
ছবিতা আর কবিতা
মিলে একাকার
মুগ্ধকর লিখা
ভেরি নাইস……………………
শুভ কামনা সবুজ আহমেদ কক্স ।
ঝরাপাতার কবিতা পড়লাম।
ভাল লেগেছে কবি।
শুভেচ্ছা নিন।
ভাল লেগেছে জেনে খুশী হলাম
শুভ কামনা።।
ভাল লেগেছে কবি।
শুভেচ্ছা নিন।
Thank you mr. Diponkaor
Best wishes…………….
ঝরাপাতার কবিতা ভালো লাগলো বেশ ।
শুভেচ্ছা ও শুভ কামনা কবিকে ।
হলুদ সোনার মতন সোঁদা মাটির গন্ধে সোহাগে ঝরে
হাসায় কাঁদায় কত শত সুখ-স্মৃতি দুঃখ-গাঁথা
কত যে আহা রাগ অনুরাগ অভিমান আনন্দ বেদনা।
চমৎকার লিখেছেন কাশেম ভাইয়া
অনেক ভাল লাগল কবিতা ভাল থাকুন নিরন্তর