Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঝুম নাচুনী মেঘ বালিকা

লিখেছেন: শাহানারা রশিদ ঝর্ণা | তারিখ: ১০/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1129বার পড়া হয়েছে।

মেঘ বালিকা মেঘের পরী দুষ্টুমিতে নীল
ইচ্ছে হলেই খুনসুটিতে হাসো যে খিলখিল
ধানের ক্ষেতে কদম পাতায় কচি পাটের বন
রিম ঝিমি ঝিম জলের ঝালর ওড়াও সারাক্ষণ
অলস বেলায় দাও ছড়িয়ে ঝুম বৃষ্টির ফুল
মেঘ বালিকা কোথায় শুকোও স্বর্ণ রেশম চুল?
পুকুর ডোবায় ঝোপের আড়ে ডাহুক ছানার ঘর
পাল উড়িয়ে ঐ আসে কি শ্যামলা মেয়ের বর!
নদীর ধারে বাঁশের ঝাড়ে ভেজে পাখির ঝাঁক
পেখম মেলে ময়ূর নাচে পায়রা বাকুম বাক
মেঘ বালিকা তোমার ছোঁয়ায় কুমড়ো লতা চুপ
লক্ষ্মীমতি বধূ জ্বালে ভাড়ার ঘরে ধূপ..।
ভেজা শালিক জটলা করে কচুর পাতায় নাচ
বিল বাওরে মনের সুখে সাঁতার কাটে মাছ
কুনো ব্যাঙের কান্না শুনে চমকে তাকায় বক
বৃষ্টি দেখে কানা মাছি খেলার জাগে শখ
চোখের পাতা অলস ভারি মনে বাঁশির সুর
মাঝির গানে ছন্দ ছড়ায় সোনালী রোদ্দুর
মেঘ বালিকা ঝুম-নাচুনী রূপো রঙের ঢেউ
দস্যিপনায় তোমার সাথে পারবে না তো কেউ!

১,২০১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪১ টি
সর্বমোট মন্তব্য: ১৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-৩০ ০৬:৫৯:২০ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ বাহ বৃষ্টি মেঘ নিয়ে এত কিছু ।
  ভাল লাগল

 2. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

  চমত্কার লিখেছেন ….

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  রিম ঝিমি ঝিম জলের ঝালর ওড়াও সারাক্ষণ
  অলস বেলায় দাও ছড়িয়ে ঝুম বৃষ্টির ফুল
  মেঘ বালিকা কোথায় শুকোও স্বর্ণ রেশম চুল?
  পুকুর ডোবায় ঝোপের আড়ে ডাহুক ছানার

  ঝুম নাচুনী মেঘ বালিকার কাব্য টি বেশ। অনেক শুভেচ্ছা।

 4. শাহ্‌ আলম বাদশা মন্তব্যে বলেছেন:

  ছন্দোবদ্ধ কবিতাটি ভাল্লাগলো। তবে যেটা প্রায় সব লেখকের বেলায় দেখছি বাংলাভাষার প্রতি বিরাট অবহেলা; ফলে প্রচুর বানানভুল দেখা গেলো। যেমনঃ মেঘ বালিকা=মেঘবালিকা, কদম পাতায়=কদমপাতায়,রিম ঝিমি ঝিম=রিম-ঝিমি-ঝিম, অলস বেলায়=অলসবেলায়, স্বর্ণ রেশম চুল=স্বর্ণ-রেশমচুল,পুকুর ডোবায়=পুকুর-ডোবায়,ডাহুক ছানার=ডাহুক-ছানার, কুমড়ো লতা=কুমড়োলতা,বিল বাওরে=বিল-বাওরে,কুনো ব্যাঙের=কুনোব্যাঙের, কানা মাছি=কানামাছি ইত্যাদি

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ১৩ মাত্রায় লেখা অন্ত মিলের কবিতাটি খুব সুন্দর হয়েছে । শুধু মাত্র ৫ নং চরনে মাত্রা বিভ্রাট দেখা দিয়েছে । শুভ কামনা । ভাল থাকুন ।

 6. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

  দারুন

 7. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  arthomulok montobber jonno sabaike salam odhonnobad …!

 8. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  চমৎকার ছন্দের কবিতা

 9. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ছন্দ ভাষা ভাব ভাবনা–সব কিছু মিলিয়ে চমৎকার।শুভেচ্ছা জানবেন।

 10. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কিছু বানান ভুল

 11. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  খুব ভাল হয়েছে “ঝুম নাচুনী মেঘ বালিকা”
  শুভেচ্ছা জানাই কবিকে –

 12. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  খুব ভাল হইছে লিীখা

  চমৎকার ;;;;;;;;;;;;;;;;

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top