টুকরো কাব্য-৬ (দোষ-গুন-১)
এই লেখাটি ইতিমধ্যে 1645বার পড়া হয়েছে।
১।
হাজারটা দোষ খুঁজে পাও
গুনটাও তবে খুঁজো
দোষগুলোও গুন হয়ে যায়
এটা কি তুমি বুঝো।
২।
দোষ-গুনেই মানুষ হয়
গুণীজনরা তাই কয়,
দোষের চেয়ে গুন কম?
চেষ্টা করো থাকতে দম।
৩।
দোষকে পিছে ফেলে
গুনকে টানো সামনেই
গুনের প্রতি সমাদরে
দোষটা কাটে এমনেই।
৪।
দোষটা কারো বেশি হয়
কম হয়ে যায় গুনটা
কিসের মাঝে দোষ গুন
খুঁজে পায়না কোনটা।
৫।
দোষ দেখেই যদি তবে
ভুলে যাও তার গুন
সেই দোষে তুমিও দোষী
মন তুই এবার শুন।
৬।
সবার বুদ্ধি হয় না এক
জানে সর্বজন
অযথাই কেনো তবে খুঁজি
দোষ সর্বক্ষণ।

১,৬১৯ বার পড়া হয়েছে
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় ।
আমার দুই ছেলে তা-সীন+তা-মীম
====================
আমি আসলে লেখিকা নই, হতেও চাই না
আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না
তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই
সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি ।
লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ......................
========================
এটা হলো ফেইসবুকের কথা........
==========================
কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না ।
পোলার মা হইছি বইল্যা খালাম্মা
নট এলাউড.........
================
এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
=======================
কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ
চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB
=========================
এই হলাম আমি........
=================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
চমৎকার।ভাল লাগল আপু।।
থ্যাংক্স ভাইয়া
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
খালি প্লাস দিলে হবে । মন্তব্যে লিখতে হবে তো কিচু । ধন্যবাদ
হাজারটা দোষ খুঁজে পাও
গুনটাও তবে খুঁজো
দোষগুলোও গুন হয়ে যায়
এটা কি তুমি বুঝো।++++++++++++++
আসলে.চমৎকার।ভাল লাগল আপু।।শুভেচ্ছা.রইল.
অনেক ধন্যবাদ আপি
সুন্দর ছন্দকথা।
ভালোলাগা রলো।
(গুন> গুণ)
অনেক ধন্যবাদ পরান দা । আপনি কই? অনেকদিন কথা হয়না যে
আপি ইজ রক
আর সব শক।
সাথে মাওলা ভাইও রক
ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর
ধন্যবাদ বেরা দা । ভাল থাকুন
সাথেই থাকুন
বেশ সুন্দর
ধন্যবা সাঈদুল ভাইয়া ভাল থাকুন
কি দাৱুন !
কি দাৱুন লিখছো গো
অনেক ধন্যবাদ গো । চলন্তিকার সাথেই থাক
আমাদের একটা নিত্য বিষয় এখানে কবির লেখায় উঠে এসেছে।আমরা কারো গুনের চেয়ে দোষ খুজে সেটা নিয়ে আলোচনা করতে অভ্যাস্থ বেশী। মহান আল্লাহ চান আমরা মানুষের গুন নিয়ে আলোচনা করি।কথা বলি। আসুন গীবৎ করা থেকে বিরত থাকি।ধন্যবাদ কবি।
খুব সুন্দর মন্তব্য ছাইফুল ভাইয়া অনেক ধন্যবাদ
ভাল থাকবেন অলটাইম
ধন্যবাদ আপনাকে সুন্দর লেখনীর জন্য।
আরো লিখুন।আপনার লেখায় পরিবর্তন বয়ে আনুক এই ঘুনেধরা সমাজে।
সুন্দর মন্তব্যের জন্য এত্তগুলা ধন্যবাদ।
লেখাৱ দক্ষতা দেখে বুঝতে হবে লোকটা কে! খুব অসাধাৱন এগিয়ে যান সামনেৱ দিকে
এত বেশি বলা হপ্যে গেল গো।
রুমি যে লিখ, তাতো জান্তামই না, খুব ভাল লিখতো
এইটা খাঁটি কথা বলছ
ধন্যবাদ ঘাস
টুকরে কাব্য ইজ সুন্দর খুব সুন্দর
চমৎকার লিখা পড়ে মুগ্ধ …….
ছোট হলোও বেশ ভালো
বিষয় বস্তু ও চমৎকার
লিখনী বেশ লাগলো
শুভ কামনা
শুভ সকাল