Today 31 Mar 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তাপসী

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ০৯/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 587বার পড়া হয়েছে।

তাপসী, হেলায় পড়িয়া আজ তুমি কি গান গাও
কোন’সে শোকে কাঁদো, কেন-ই বা ঝরাও অশ্রুজল?
স্বপ্ন কাননের এক একটি ফুল, যারা ছিল দেবীর অর্চনায় রত
কাঁটা হয়ে তারা কেন আজ বিদ্রোহী?

শোনো তাপসী, সুখের সিড়িঁতে দাড়িয়ে যারা চাঁদের গায়ে হাত বোলায়
তারা জানে না সাধনার মূল ব্রত কি
যারা অন্ধকার দেখে মূর্ছা যায়, তারা জানে না আলোর জন্মকথা
দেবীর পদতলে নয়, ভ্রমরের ঠোঁটেই ফুলের পরম শান্তি
দেবী নয়, পূজারী-ই ভালো জানে অর্চনার গভীরতার ভেদ।

তাই তো বলি, এসো হে তাপসী
অবিচলিত প্রাণে আধারেই দাও ডুব, পাবে জ্যোত্স্নার আলিঙ্গন,
পদ্মাসন ছেড়ে খালি পায়ে পৃথিবীতে করো বিচরণ
পাবে প্রকৃতির নির্মল সু-ঘ্রাণ।

৬৫৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  দারুণ কবিতা
  খুব সুন্দর…………
  অনেক ভাল লাগা।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  শোনো তাপসী, সুখের
  সিড়িঁতে দাড়িয়ে যারা চাঁদের গায়ে হাত
  বোলায়
  তারা জানে না সাধনার মূল ব্রত কি
  যারা অন্ধকার দেখে মূর্ছা যায়,
  তারা জানে না আলোর জন্মকথা

  চমত্‍কার যুক্তি কবিতায় !
  ভাল লাগল মিন্টু ভাই ।
  কেমন আছেন ? দিন কেমন কাটছে ?

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  তাপসীকে নিয়ে সুন্দর কবিতা লিখলেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top