Today 23 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তুমি আরেকটাবার জেগে ওঠ

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ০৬/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 523বার পড়া হয়েছে।

আধারের জোয়ার ভাটা,বাতাসের কান্নার রোল,
রাত জাগা তারাদের অব্যক্ততা আর বোবা মুখে বোল।

কূয়াশার চোখ ঝরা শিশিরজল আর প্রকৃতির রং খঁচিত পাপড়ির লাল,
সময়ের অদম্য গতি আর ইচ্ছার চ্যালেঞ্জে সবি অবতল।

সভ্যতার পরিভ্রমণ শেষে নগরীর পত্তন,
নীতির গোলাপ ফুলে,বিষ কীটের উহ্য জ্বালাতন।

তুমিই তার উত্তোলক ছিলে, আজ তুমি পদতল,
অতল গহ্বর থেকে তুলে আনা নীতির নির্যাসের নেই অবিকল।

তুমি কালের চাকায় আজ নিস্পেষিত ধূলী কণা আর সময়ের আর্ত চিৎকার,
তুমি আরেকটাবার জেগে ওঠ,শান্তির বাহক হতে,হাক আরেকটা হুংকার।

তোমার দ্বীপ্ততা, সুপ্ততা,আধার আলোতে ভাস্বর,
আরেকটাবার জাগাও ধরিত্রী, হয়ে ওঠ সবার অহংকার।

৫০৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Excellent,
  Eid Mubarok.

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Eid Mubarok.
  kobita bhalo hoyechhe

 3. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো জেগে উঠার আহবান। ঈদ মোবারক

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  তুমি আর একটা বার জেগে উঠো …………….
  কবি র খাতায় খাতায় কবিতার পংক্তিতে
  চোখে মুখে ……………
  দারুণ ভাবনার প্রয়াস
  বেশ ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top