নোটিশ
তুমি আর আমি
এই লেখাটি ইতিমধ্যে 1773বার পড়া হয়েছে।
হাওয়াটা গেছে থেমে
হাতটা গেছে নেমে
তোমার হাতের কাছে।
সুররা তুলে যায় ছন্দ এখন
গায় এ মন গান
কবিতা আসে মনের মাঝে
তোমার ভালবাসায়।
আমার জীবন,তোমার জীবন
নয়তো ভিন্ন আর
আমার তুমি,তোমার আমি
এইতো জীবনের জয়গান।
১,৭২০ বার পড়া হয়েছে
সুন্দর অনুভূতি ।
200 cialis coupon http://vioglichfu.7m.pl/
You have made the point!