Today 18 Dec 2017
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমাকে পাওয়ার ইচ্ছা

লিখেছেন: খাদিজাতুল কোবরা লুবনা | তারিখ: ০১/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 277বার পড়া হয়েছে।

তোমাকে পাওয়ার অদম্য ইচ্ছায়
মনের ভেতর আবেগের ঢেউ ওঠে
বেঁচে থাকার সহস্র ইচ্ছা জাগে মনে।
তোমাকে পাওয়ার আকুলতায়
দিগ্বিদিক চুপিসারে স্পন্দিত হৃদয়ের কম্পন
মনের ভেতর ঘন্টা বাজায় শব্দহীন।
ভাবনার আলোকে অদ্ভুত শিহরণ
মনের জলাশয়ে শান্ত দীঘির বুদবুদ
আপদমস্তক বয়ে চলে নিরবদী।

২৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ১০৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৯ ১১:২৭:২৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Onek din pore dekhlum
  Etho din kothai chilen kobi?

  Kobita conothkar ,

  Shuvechha neben kobl.

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  খাদিজাতুল কোবরা লুবনা আপু,খুব ভালো লাগলো আপরার অদম্য ভালবাসার কবিতা।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  প্রাণের আকুলতা
  ভাল লাগল

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভালবাসার আকূলতা

  খুব সুন্দর লিখেছেন আপি
  ভালবাসার জয় হউক

 5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর কবিতা হয়েছে। ‘নিরবদী’ বানানটা ঠিক করে নি কবি > নিরবধি…

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো
  পড়ে নাইস ভাবনার প্রয়াস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top