নোটিশ
তোমায় আমি চাই
এই লেখাটি ইতিমধ্যে 1094বার পড়া হয়েছে।
আমার আজন্ম পাপ,পাপের কারন কাম তাড়না রিপু,
আমার অকল্যাণে কল্যানী ফুল তোমার দয়ার বপু।
কাহার নিত্য কলায় পাপের কারক,উন্মাদনার ছল,
তারেই তুমি কর বলয়, আমায় দিয়ে বল।
আমার গুপ্ত ঘরের সুপ্ত অলি,তুমি আমার হও,
তোমার বলয় চালাও আমায়,আমার হয়ে বও।
আমার চালক আমি পদে পদে,তাই ঠিকানা ভূল,
বাসলে ভালো ভিন্নভাবে, ভূল হবেনা চুল।
দিন কিবা রাত গোপন প্রহর,গোপন কামের ছবি,
দাও ভূলিয়ে, আজন্ম দাও তোমার গোপন সবি।
আমি তোমার, কেনই দিলে আমার মত ও পথ,
নিত্য ভূলি কাম তাড়নায়, অমূল্য শপথ।
একটু বাস ভিন্ন ভাবে,ভালোবাস ভালো,
তোমায় ছেড়ে ভিড়ব কোথায়,কোথায় আমার আলো।
চাইনা পেতে হিসাব নিকাশ,তোমায় আমি চাই,
যেমনে খুশি চালিয়ে নাও,প্রার্থনা সেটাই।
১,০৮১ বার পড়া হয়েছে
দারুন হয়েছে।
বাহ ,
খুব সুন্দর ,
বেশ সুন্দর লেখনি
চাইনা পেতে হিসাব নিকাশ,তোমায় আমি চাই,
যেমনে খুশি চালিয়ে নাও,প্রার্থনা সেটাই।
খুবই সুন্দর হইছে
অনেক ভাল লাগল।
ছন্দময় মুগ্ধকর লিখা
ভাল হইছে