Today 21 Jan 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমার সংসার

লিখেছেন: মোঃ শাহীনুর রহমান | তারিখ: ২৭/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 622বার পড়া হয়েছে।

তুমি তো বেশ আছ
বাবু, বাবুর বাপ, দখিন দূয়ারী ঘর
উঠোনজুড়ে কবুতরের বাকবাকুম ডাক
বাড়ির উত্তরে পুকুরের টলটলে জলে
সাতার কাটো যৌবন এলিয়ে।
দুপুরের রোদ গলে পাতলা হয়ে এলে
বড়শি ফেল মাছের গলায়। আর!
মনের সুখে ভাটিয়ালি গাও!
যেমনটি গেয়েছিলে আমার পাশে
বড়শি হাতে খুকিদের পুকুর পাড়ে।
তোমার কি মনে পড়ে? না পড়াই ভালো
আর মনে পড়লেই কি, বাবুর বাপ তো
আছেই। তোমার চলে যায়।
জানিনা, আমার মতো বাঁশি বাজাতে পারে কিনা
শিঁস দিতে পারে কি? না পারুক তাতে কি
কি আসে যায়, যদি না পারে কৌতুকের গলায়
মুক্তোর হার পড়াতে!
বেটা তো বাবুর বাপ, তোমার সাহেব
লোক সমাজে, বিছানায়, আর
তোমার যৌবনের উত্তাল স্রোতে।

৬৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
স্বপ্নে সাজানো সুন্দর একটা পৃথিবী চাই
সর্বমোট পোস্ট: ৭ টি
সর্বমোট মন্তব্য: ১১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৯ ০২:৪৯:৫১ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    আহ! দারুন কবিতা।

  2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    তোমার সংসার ভাল লাগল ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top