থেমে থেমে আবার চলা
এই লেখাটি ইতিমধ্যে 738বার পড়া হয়েছে।
থেমে থেমে আবার চলা
আহমেদ ফয়েজ

থেমে যেতে যেতে আবার চলি
এর নাম চলা নয়
থেমে থেমে আবার চলা।
আমি হাত প্রসারিত করি
আমি পা প্রসারিত করি
রক্তাক্ত হয়, খাটো করে দেওয়া হয়।
এর নাম চলা নয়
থেমে থেমে আবার চলা।
৮২৭ বার পড়া হয়েছে
ফয়েজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। নতুন হিসেবে ভালই লেখেছেন। নিয়মিত লিখবেন।
ধন্যবাদ। ঠিক বলেছেন, ব্লগে নতুনই লিখছি।
থেমে থেমে আবার চলা কবিতাটি খুব ভাল লাগল। ধন্যবাদ।
ধন্যবাদ কাউছার আলম ভাই।
আহমেদ ফয়েজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ আরিফ ভাই।
আপনাকে অভিনন্দন
পড়ার জন্য ধন্যবাদ।
ভাল লাগল কবিতা। শুভেচ্ছা
আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকুন। শুভকামনা।
অনেক সুন্দর করে জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন । ভালো লাগলো ।
আমি হাত প্রসারিত করি
আমি পা প্রসারিত করি
রক্তাক্ত হয়, খাটো করে দেওয়া হয়।
এর নাম চলা নয়
থেমে থেমে আবার চলা।
চমত্কার !
চলা তো এমনই হয়
সুন্দর লিখেছেন
ভাল লাগল
জীবন তো এমনই
থেমে থেমে চলা
বেশ ভালো লাগলো কবি
শুভ কামনা রইল