নোটিশ
দগ্ধ আজ জাতি
এই লেখাটি ইতিমধ্যে 588বার পড়া হয়েছে।
জ্বলছে আগুন পুড়ছে দেশ
কি হবে তোর বাংলাদেশ।
দগ্ধ জাতি প্রশ্নবিদ্ধ
কেউ নিচ্ছে না তার দায়বদ্ধ।
প্রশ্ন শুধু তাদের কাছে।
উপর মহলে যারা আছে?
কি দোষ আমার কি দোষ তার
কেন এত হাহাকার।
করবো কাকে সাপোর্ট
নাই তো আমার ভোট।
যদি বলি উচিত কথা
খেতে হবে লাঠির গুতা।
সময় কম বকিটা পড়ে
৫৮২ বার পড়া হয়েছে
একদম ঠিক কথা আপি
অনেক সুন্দর হইছে আপি
কি আর বলব ভাই পাতাপুটায় ঘষাঘষি চলছে। আমরা তো মরিচ , যা হবার তাই ___
্রছন্দময় সুন্দর লিখা
শুভ কামনা