নোটিশ
দাঁড়িয়ে আছে সে
এই লেখাটি ইতিমধ্যে 1106বার পড়া হয়েছে।
দাঁড়িয়ে আছে সে
কখনো এক পায়ে ভর করে
কখনো এলিয়ে দুলিয়ে
কখনো দু’পা কাপা কাপা
মিটি মিটি হেসে হেসে সে।
তারও আছে চাহিদা
কিছু অন্যরকম চাহিদা
বাঁচার, বাসস্থানের, আহারের, নীড়ের
স্বামী সঙ্গ, সন্তান ধারণ; লালন-পালনের।
বাজার করার, শাক-মাছ-চাল কিংবা প্রসাধনী
যৌন চাহিদাটা কি তার এতই প্রকট?
যে কারণে সে দাঁড়িয়ে আছে
কখনো এক পায়ে ভর করে
কখনো এলিয়ে দুলিয়ে
কখনো দু’পা কাপা কাপা
কারো দিকে চেয়ে, মুচকি হেসে হেসে
সে?
১,২১৭ বার পড়া হয়েছে
চমৎকার একটি কবিতা লিখলেন। ধন্যবাদ।
ফয়েজ ভাই, আমি আপনার কবিতার ভক্ত হয়ে গেছি
তাই নাকি? আমিও আপনার লেখার ভক্ত ভাই। ভালো থাকুন।
ভাল লেগেছে আপনার কবিতা। ধন্যবাদ।
ধন্যবাদ তাপসকিরণ আপনাকে। ভালো থাকুন। লিখুন ও পড়ুন।
ভালো লাগলো পড়ে
শুভ কামনা রইল