Today 15 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দাদুর বড়শী

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ২৩/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1020বার পড়া হয়েছে।

দাদুর বড়শী
কোয়া তলাতে রোয়া ক্ষেত
হাঁসে প্যাক প্যাক করে,
সেই ডাকেতে খোকা বাবু
থাকতে চায় না ঘরে ।

সাড়স পাখি নামলে ক্ষেতে
ব্যাঙের কপাল মন্দ,
সাপ জাতি আর নেউলে আছে
আজীবনের দ্বন্দ্ব ।

বিলের জলে শাপলা শালুক
ধারেতে কানী বক,
ময়না ধরে খাঁচায় পুরা
খোকা বাবুর এক শখ ।

দাদু আছে বড়শী নিয়ে
পুকুর ধারে বসে,
দাদু দাদু ডেকে বাবু
সারা বাড়ি চষে ।

বড়শীতে টিপ দিলে দাদু
যেই, ছিপ ধরে দেয় টান,
ভেসে উঠে কচ্ছপ ছানা
রুই কাতলারা গায় গান ।

বোয়াল হাসি দেখে দাদু
ঘর মুখে দেয় হাটা,
দুয়ারে দাঁড়িয়ে দাদী
হাতে পানের বাটা ।

শূন্য হাতে ফিরতে দেখে
খোকা যেই ধরে গান,
রাগের তেজ কমাতে দাদী
দাদার মুখে দেয় পান ।

দাদীর হাতের পানে দাদু
হাসি হাসি মুখে,
সুখানন্দে খোকা বাবুকে
জড়িয়ে ধরে বুকে । ।

১,০৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  বড়শীতে টিপ দিলে দাদু
  যেই, ছিপ ধরে দেয় টান,
  ভেসে উঠে কচ্ছপ ছানা
  রুই কাতলারা গায় গান ।

  মজার ছড়া রহমান ভাই।ধন্যবাদ।ভাল থাকবেন।

 2. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  বোয়াল হাসি দেখে দাদু
  ঘর মুখে দেয় হাটা,
  দুয়ারে দাঁড়িয়ে দাদী
  হাতে পানের বাটা ।

  শূন্য হাতে ফিরতে দেখে
  খোকা যেই ধরে গান,
  রাগের তেজ কমাতে দাদী
  দাদার মুখে দেয় পান ।

  দাদীর হাতের পানে দাদু
  হাসি হাসি মুখে,
  সুখানন্দে খোকা বাবুকে
  জড়িয়ে ধরে বুকে । ।

  ভীষন ভীষণ ভাল লাগল ভাই ।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দাদীর হাতের পানে দাদু
  হাসি হাসি মুখে,
  সুখানন্দে খোকা বাবুকে
  জড়িয়ে ধরে বুকে । ।

  চমৎকার লিখনি । অনেক ভাল লাগা

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  দাদু ভাই আপনার কবিতা ভাল লাগে তাই আপনার সমর্পকে জানতে চাই। প্রোফাইলটা আপডেট করুন।

 5. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  লেখা খুব সুন্দর হইছে , খেজুর রসের নিমন্ত্রণ রইলো ।

 6. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  বড়শীতে টিপ দিলে দাদু
  যেই, ছিপ ধরে দেয় টান,
  ভেসে উঠে কচ্ছপ ছানা
  রুই কাতলারা গায় গান ।
  মজার ছড়া রহমান ভাই।ধন্যবাদ।ভাল থাকবেন।

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  ছন্দে ছন্দে বেশ সুন্দর ছড়া হয়েছে।
  শুভেচ্ছা কবি –

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  আসলেই ছন্দের দোলা বেশ মুগ্ধকর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top