Today 19 Jan 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দিন আসে দিন যায়

লিখেছেন: সাফিউল্লাহ আনসারী | তারিখ: ২৫/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1115বার পড়া হয়েছে।

১.
তুলনায় টেকা হলো দায় !
কাছের প্রানী (মানুষ)গুলোও নিজেকে নিয়ে প্রবল
অহংবোধে দিশেহারা…!!!
দ্বীধাবোধ নেই যেনো একদম;কিংবা চক্ষু লজ্জা !
২.
কতো কিছুই আজ ভাবনাকে বিক্ষত করে
করে রক্তাক্ত সময়-অসময় !
নতুন বাচাঁর তাকিদ করে
অথচ আপন স্বার্থেই
শীর্ষ খবর হওয়ার প্রতিযোগীতায় মশগুল !
অবস্থাদৃষ্টে মনে হয়;
যা করলাম কিংবা করছি তার
সবই;সব যেনো ভূল !
৩.
দ্বীর্ঘ হয় মনের অসুখ
অল্পতেই স্তিমিত হয় দৃশ্যমান বডিটাও !
৪.
আজো জানা হলোনা
আমার অবস্থানের পর্যায় !
চাওয়া পাওয়ার গোলক ধাধায়
দিন আসে দিন যায়
তবু নাগরিক সভ্যতায় আর
নাম তালিকাভূক্ত হয়না ।

১,০৯৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-১৭ ০৯:২৭:৫৭ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

 2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর।ভাল লাগা রইল।।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  ভাল কথায় ভাল কবিতা

 4. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  সময় পেরিয়ে যায়

  সময়ের ভাবনায় কথায় রইলো ভালো লাগা।শুভেচ্ছা অবিরত।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর ভাবনা থেকে লেখা । অসম্ভব ভাল লাগল । যেমন আমার মনের কথাগুলোই

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছাইফুল ভা্‌ইয়ের সাথে সহমত

  সাবলীল প্রকাশ ভং্গি বেশ চমৎকার লিখণী
  শুভ কামনা
  শুভ সকাল

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  আপনার লেখা বেশ জীবনধর্মী ও সুন্দর।
  খণ্ডে বিভক্ত অণুগুলো কি এখানে একটি কবিতা না আলাদা অণুকবিতা? বুঝতে পারলাম না।
  ভাল থাকুবেন কবি, শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top