Today 18 Oct 2018
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দুঃখ-ভালোবাসা-সুখ

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ০২/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 409বার পড়া হয়েছে।

 

দুঃখ ভালোবাসার জন্ম দেয়

না কি ভালোবাসা দুঃখের ?

অনেক দুঃখেও ভেসে ওঠে

কারো ছবি মনের কোণে

তার শীতল ছোঁয়া পাবার আশায়

অথবা ভালোবাসলে

তোমার এতটুকু না পাওয়ায়

দুঃখে ভাসে হৃদয় । 

 

মনের মানুষী আমার

ভালোবাসার অনুভূতিটা তুমিই শিখিয়েছো

তোমার সাথে পথচলা

ছোট ছোট খুনসুটি,

তোমার অভিমানে মুখ লুকানো

আমাকে উদ্বেলিত করে…..

তবুও তোমার হাতটি ধরে থাকা

ভুল করে হলেও ভাবা

আমার হাতেই তোমার নিশ্চিন্ততা

আমি দুঃখে অনুভব করি

তোমার পাশে না থাকায়

ঘুম থেকে উঠে

বিছানার পাশে তোমার স্পর্শ না পাওয়ায়

আমি বিমর্ষ হই

কৃঞ্চচুড়ার লাল, হলুদ ফুল জরানো

রাস্তায় হাটার সময়

তোমার হাতটি

আমার হাতের মুঠোয় না পাওয়ায়…

তোমার ভালোবাসা আমাকে দুঃখ শেখায় ।

তুমি না থাকলেও আমি বিমর্ষ হই

ভেঙ্গে খন্ড খন্ড হই

তবুও নতুন করে কিছু ভাবতে পারিনা

প্রশ্নটা মনে উকি দিয়েই যায়…

দুঃখ ভালোবাসার জন্ম দেয়

না কি ভালোবাসা দুঃখের ?

 

প্রেয়সী আমার,

তুমি পাশে থাকো বলেই

আমি স্পৃহানিত হই,

মনের তীব্র জোড় পাই ভালোবাসার শক্তিতে

তুমি ভালোবাসো বলেই

দুঃখে বার বার জয়ী হই

ভালোবাসাতেই দুঃখের নিঃশেষ হয় ।

 

সাঈদ চৌধুরী   

রচনাকাল ২৯/১১/২০১৩ ইং (রাত ১১.৩০ মিনিট)

৪৮৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  তুমি ভালোবাসো বলেই
  দুঃখে বার বার জয়ী হই
  ভালোবাসাতেই দুঃখের নিঃশেষ হয় ।
  এ শক্তিটা শুধু ভালবাসেই পাওয়া যায় ।
  চমত্‍কার ! লিখেছেন ।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  কৃঞ্চচুড়ার লাল, হলুদ ফুল জরানো

  রাস্তায় হাটার সময়

  তোমার হাতটি

  আমার হাতের মুঠোয় না পাওয়ায়…

  তোমার ভালোবাসা আমাকে দুঃখ শেখায় ।
  সুন্দর প্রেমের কবিতা।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবের প্রকাশ ঘটেছে কবিতাটিতে । শুভ কামনা ।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  দুঃখ ভালোবাসার জন্ম দেয়
  না কি ভালোবাসা দুঃখের ?
  অনেক দুঃখেও ভেসে ওঠ
  কারো ছবি মনের কোণে
  তার শীতল ছোঁয়া পাবার আশায়
  অথবা ভালোবাসলে
  তোমার এতটুকু না পাওয়ায়
  দুঃখে ভাসে হৃদয় ।–সুন্দর ভালবাসার ভাব ভাষায় কবিতা ভরে উঠেছে।সুন্দর প্রকাশ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দারুন সুন্দর ভালবাসার কবিতা

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  এ তর্ক অনেকদিন যাবতই হচ্ছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top