Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

দেবী – ৩

লিখেছেন: রুবাইয়াত নেওয়াজ খান | তারিখ: ০৮/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 758বার পড়া হয়েছে।

তুমি শুধু একবার বল

“জানি ভালোবাস আমায়”।

কী হবে? এই আকাশটা হবে আরও নীল।

পেজা তুলোর মত মেঘ গুলো

হবে আরও ভেজা।

গাঁদা ফুলের বাসন্তি রঙ

হবে আরও বাসন্তি রাঙা।

শীতের সকালের রোদ হবে,

চাকভাঙা মধুর মত ঝিম মিষ্টি।

তুমি শুধু একবার বল।

“আমি বুঝি তুমি বোঝাতে চাও যা”

এই দিন গুলো হবে আরও সুন্দর।

রাত গুলো হবে আরও বর্ণময়,

জোছনা আলো হবে মায়াময় আরও –

কবিতাগুলো ছন্দময় হয়ে যাবে।

তুমি একবার বল “ভালোবাসি”।

পৃথিবী থেমে যাবে।

সূর্‍্যের আলোর সাতরঙ ভেঙে হবে

সাত টুকরো। চারিদিক ঝিল মিল করবে

নানা রঙ, নানা বর্ণে।

মানুষগুলো বদলে যাবে, যুদ্ধ থেমে যাবে।

তুমি শুধু বল। বলেই দেখ না একবার।

৮৩৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২ টি
সর্বমোট মন্তব্য: ৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-২৮ ২০:৫৬:০০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  এমন আকুতি ভরে বললে পাষানেও বলতে বাধ্য। অপূর্ব হয়েছে কবিতাখানি।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  পেজা তুলোর মত মেঘ গুলো
  হবে আরও ভেজা।
  পেজা=ভেজা হবে বুঝি ।
  ভাল লেগেছে কবি ।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খু-উ -ব ভাল লেগেছে কবিতাটি । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

 4. রুবাইয়াত নেওয়াজ খান মন্তব্যে বলেছেন:

  আপনাদের অনেক ধন্যবাদ লেখাটি কষ্ট করে পড়ে মন্তব্য করবার জন্য।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ইশ কি সুন্দর রোমান্টিক কথাবার্তা
  ভালবাসা অমর হোক

  খুব সুন্দর অনেক ভাল লাগা

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অনেক অনেক ভাল লাগল। শুভ কামনা রইল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top