নক্সীগাঁথা
এই লেখাটি ইতিমধ্যে 782বার পড়া হয়েছে।
বাংলার এক কিষানীর দূরন্ত ছেলেটি-
সেইযে যুদ্ধে গেলো ফেরেনিতো আর,
মন তার পড়ে আছে আজো পথ চেয়ে
কতো যুগ হয়ে গেলো ছেলে হারাবার।
সেই থেকে কিষানীর বড়ো সখ হলো-
সুটকেসে তুলে রাখা বিয়ের শাড়ির,
আঁচলে গাথবে এক স্মৃতির কাঁথা
গৌরব দীপ্ত বীর শহীদের ।
বিস্তৃত উঠোনে শাড়ির জমিন –
বেয়ে চলে চারদিক সুতোর বুণন,
আকাবাঁকা বাংলার মানচিত্র
শ্যামল-সবুজ এক রোদের কাফন।
বুক জুড়ে শত শত নদীর স্কেচ-
লাল সুতোয় বয়ে যায় রক্তের ধারা,
ধারে তার উর্বর স্মৃতির ফসল
সংগ্রামী চেতনায় পাগল পারা ।
এ নহে নক্সীকাঁথা এ নহে বিলাপ-
ছেলেহারা মায়ের রক্তের দায়,
বাংলার পতাকায় যার সম্ভ্রম
লাখো বীর শহীদের অমরাত্মায় ।
** মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে ‘চলন্তিকা ব্লগের ’ সকল শুভানুধ্যায়ী / পাঠকদের জানাই শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা । এই ছড়াটি আশির দশকে লেখা গৌরবদীপ্ত আমাদের মহান মুক্তিযুদ্ধকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করা মনের মাধুরী মেশানো সেই চেতনাকে নুতন প্রজন্মের কাছে শেযার করতে এই পোস্টটি আবারো দিলাম । ধন্যবাদ সবাইকে –
======
৭৬৭ বার পড়া হয়েছে
এ নহে নক্সীকাঁথা এ নহে বিলাপ-
ছেলেহারা মায়ের রক্তের দায়,
বাংলার পতাকায় যার সম্ভ্রম
লাখো বীর শহীদের অমরাত্মায় ।
কি মন্তব্য করবো । আপনাকে সালাম । লাখে লাখে সালাম । এত সুন্দর একটি কবিতা লিখার জন্য ।
হৃদয়ছোঁয়া কবিতাটি ভাল লাগল কবি।
কবিকে মহান স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাই।
চমৎকার হয়েছে।
ভাল লাগা রইল।
দারুণ কাব্যতা বেশ মুগ্ধকর লিখণী
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
বেশ ভাল লাগল
শুভ কামনা থাকলো
MONTOBBOYKARY SOBAIKE JANAI ONTORER ONTOATHOL THEKE HAJARO SHUVECHSA o VALOBASHA > VALO THAKBEN SOBAI EI KAMONAI.
ভালোলাগার মতো কবিতা । ভালো না লেগে পারেই না ।
সুন্দর…!
শুভ কামনা কবি ।