Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নতুন ঠিকানা

লিখেছেন: আলমগীর সরকার লিটন | তারিখ: ১৮/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1260বার পড়া হয়েছে।

কোথায় হারালো ঠিকানা- যে ঠিকানায়

ঝড়ঝামটার নিরাপথ রেখেছিল অবাধে

বুকের পিঠের রক্ত চুষে চুষে- ১০মাস

১০দিন গেছে কেটে- স্বজনেরা আত্মহারা

জেনে- সেই ঠিকানা থেকেই হাসি কান্নার

ঝলক মেরে কি দেখি দুনিয়া আলোকময়।

 

লম্বা পায়ে চলতে ফিরতে স্বাদের ঠিকানা

আর পায়না খুঁজে- প্রিয় অপ্রিয় চিনা জানা

মুখের ছায়া ভিড়ে-জানি আর পাবনা নিয়তির

নিঠুর খেলা ঘরে- ভেবে নিও- জীবন নামের

রঙ্গমঞ্চে ভাসমান পদ্ম শাপলার জলে- ছন্দে

গন্ধভরা সুতোহীন শিউলী বকুল ফুলের মালায়।

 

শুঁকানো পাঁপড়ির ঝরা বেলা-আবার না হয়

দেখে নিও- ঐ সারে পাঁচ ফুট নিকুঞ্জ জুড়ে

থাকবো পরে আঁধারে-আগের মত আর নয়

এই বুঝি পেলে- ফুটন্ত ফুলের শোকাহত নতুন

ঠিকানা পাবে- অশ্রুসিক্ত একাকীত্ব মায়াময়।  

 

লেখার তারিখঃ //১৩

   

১,৩৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
চোখের ভীতর জল জলের ভীতর ছল- তার সাথে না চল, বুঝবি যখন হবে খল
সর্বমোট পোস্ট: ১৫ টি
সর্বমোট মন্তব্য: ২৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১২ ১০:০৬:০৫ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল হয়েছে।

 2. কবি বাংলাদেশী মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ

 3. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল। বানানের প্রতি যত্ন নিলে, আমরা আর ভাল কিছু পাব।

 4. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

  ভাল হয়েছে।

 5. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  মাকে নিয়ে দারুন একটি কবিতা

 6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  ‘‘নতুন ঠিকানা” কবিতা/ বাউল বুঝলাম না।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বাহ্ চমত্‍কার লিখেছেন !
  অসংখ্য ভাল লাগা জানালাম । এগিয়ে যান ।
  ভাল থাকবেন প্রত্যাশা রইল ।

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  জীবন নামের রঙ্গমঞ্চে
  নাটক করবি কতদিন?
  বুঝবি একদিন সবই মিছে
  ওরে ও হৃদয়হীন|

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সহিদুল ইসলাম ভাইয়ে সাথে সহমত
  ভাল লাগলো

 10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর অনেক ভাল লাগা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top