Today 22 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নতুন সূর্য~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ৩১/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 559বার পড়া হয়েছে।

নতুন সূর্য~
-হরিশঙ্কর রায়

সময়ের অনেক রকমফের আছে
যেমন এক একটি দিনের পরিসমাপ্তির ক্ষণগুলো চেয়ে থাকি-
আর রাতের ক্লান্তি ভুলে দুয়ারে উষার আলো ।

তবু আনমনা আর একটা দিনের প্রত্যাশায় আমার এ নীরবতা
দেখতে দেখতে এভাবেই তো কেটে গেল !
দিন-মাস-বছরের হিসাব
আঁকতে গিয়ে মনে হ’ল,
কী আঁকবো আমি ?

প্রাপ্তির ক্যানভাস জুড়ে যে ‘তুমি’ ফুটে আছো
বছর শেষে এঁকে যাই তার জলছবি ।

বিদায় এক একটা দিন,
বিদায় রাতের যত গ্লানি,
বিদায় আমার আনমনা মন,
বিদায় আর একটি বছর,
বিদায় আমি-তুমি সব পুরাতন,
বিদায়, বিদায় ।

এত্ত সব বিদায়ের পরেও
ক্যানভাসে আঁকি, লিখি,
বরণ করি-
একটা নতুন দিন ও
একটা নতুন সূর্য ।

৩১ ডিসেম্বর ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

৫৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৩ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  নতুন বছরের শুভেচ্ছা

  সুন্দর কবিতা

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  মুছে যাক যাতনা
  ঘুচে যাক গ্লানি,
  শান্তিতে ভরে যাক
  নতুন বছরখানি।

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  পড়ে খুবই ভালো লাগলো অনেক সুন্দর লিখণি
  শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top