নদীর ভাঙ্গন
এই লেখাটি ইতিমধ্যে 1074বার পড়া হয়েছে।
গত পরশু নদীর মাঝে জেগে উঠা এক চরের গিয়েছিলাম সেখানকার মানুষের জীবন যাত্রা দেখে আমি সত্যি খুব অবাক হলাম কোন একটা কারনে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম আপনার পিতার নাম কি? সে আমায় যা উত্তর দিলো আমি একদম হা হয়ে বসে রইলাম। মেয়েটি উত্তর দিলো আমার তো বিয়ে হয়নী পিতার নাম কোনাই পামু। আমি প্রথমে একটু থতমত খেলে ও পরে সামলে নিলাম। যদি ও সাথে ক্যামেরা ছিলানা থাকলে কিছু ছবি উঠিয়ে রাখতাম তাদের জীবন যাত্রা গুলোর চিত্র। কত সহজ এরা কত সহজে দুরের মানুষ গুলোকে আপন করে নেয়। নদীর বিশাল ঢেউ কিভাবে নি:শ্ব করে এক একটি পরিবার কে। তারপর এই নদী তাদের কত আপন। আমি একজনকে প্রশ্ন করলাম এখানে বাচেঁন কি করে? উত্তর করলো এই পানি, এই নদী আমাদের যেমন শুন্য করে তেমনী পুন্য ও করে। হঠাৎ নজর পরলো এক মহিলা নদী থেকে পানি নিয়ে তার শিশু বাচ্চাকে খাওয়াচ্ছে আমি চিৎকার করে বললাম আরে কি করছেন ওর অসুখ করবেতো? সে হেসে বলল জোয়ার ভাঁটার পানি কিচ্ছু হইবো না। আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম এরা কত পিছনে আছে। ঐ চরে একটি মাত্র উচ্চ বিদ্যালয় যেখান থেকে এ বছর মাত্র ৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছে। প্রথম আমার একটু খারাফ লাগছিল তাদের ভাষা শুনে অপরিচিত মানুষকে কিভাবে তুই তুই করে কথা বলে। আমাকে তুই তুই করে কথা বলাতে আমি একটু ভরকে গিয়েছিলাম পরে সামলে নিলাম। কি আর করার যার যার পারির্পাশ্বিকতা তাকে সে ভাবেই চালায়। ছোট ছোট ছেলে মেয়ে গুলো কিভাবে সাতাঁর কাটেছে, মেয়েদের ১৪-১৫ বছরের মাথায় বিয়ে দিয়ে দিচ্ছে। তাদের ধারনা…… বাকি রইলো পরে লিখবো কেমন?
১,০৫৫ বার পড়া হয়েছে
বাকিটুকু পড়ার অপেক্ষায় থাকলাম প্রিয়। ভাল লিখেছেন।
Jiboner kotha
khub khub bhalo laglo
”মেয়েটি উত্তর দিলো আমার তো বিয়ে হয়নী পিতার নাম কোনাই পামু।”আপনার এ কথার হাতামাথা কিছুই বুঝলাম না? আপনি যে উত্তর শুনে অবাক হলেন -তার ব্যাখ্যাও দিলেন না কেনো যে, বিয়ের সাথে বাপের নামের কী সম্পর্ক? কিংবা বাপকেই তারা স্বামী বলে কিনা>
মেয়েটি লেখা-পড়া জানতো না আর পিতাই যে বাবা এটা সে বুঝতে পারে নাই। তাই তার উত্তর শুনে আমি হা হয়ে গেছি।
ভাল লাগল তোমার নদী ভাঙ্গনের গল্প ওখানে বেচে উঠা কিছু মানুষের জীবনযাত্রার সরল কাহিনী সহজ কথোকথন।
কথোপকথন। বানান ভুল হয়েছে ঠিক করে নিও কেমন। অনেক ধন্যবাদ তোমাকে হৃদয় দিয়ে লেখা কিছু অসহায় অভাবী মানুষের জীবনচিত্রের বর্ণনায়।
কবি আরজু আপু সাথে সহমত