নোটিশ
নাইওর ডিঙ্গি-এক
এই লেখাটি ইতিমধ্যে 756বার পড়া হয়েছে।
ভাটির গাঙ্গের নাইয়া তুমি
ভাটির গান গাও
যেথায় তুমি যাওনা কেন
ফিরা আইসো গাঁও ।
নাইওর যামু দিন ফুরালে
ডিঙ্গি নৌকায় চড়ে
নদীর তীরের উদোম আকাশ
দেখবো দুচোখ ভরে ।
মাস গেল বছর গেল
কেউ করেনি তালাশ
যৌতুক দিয়ে কণ্যাদানে
বাপ পেয়েছে খালাস ।
ডিঙ্গি নৌকার ছৈয়ার তলে
রাঙ্গা বধু যায়
ডিঙ্গির নাইয়া হেলে দুলে
উজান দিগন্তে বায়।
যেইনা ডিঙ্গি ভিড়ল এসে
উজান তলীর গাঁয়
উদোম উতলা বাতাস বহে
নিঝুম রাত্রির ছায়ায় ।
(চলবে–)
৮২৭ বার পড়া হয়েছে
Naior dingi ..lekhti samotker …ager diner smriti gulo mone koriya dilo ..!
thank you !!
দারুন
thank you..
গান না কবিতা বেনু ভাই ?
কবিতা বা ছড়া বলতে পারেন । গান নয় । কেমন আছেন আপনি ? সময়ের অভাবে মন্তব্য করা যাচ্ছেনা ।
আমি আগেই মনে হয় ২য় পর্ব পড়ে ফেলেছি।
পড়তে থাকুন। ..চলবে আরো কিছু পর্ব ..
ডিঙ্গি নৌকার ছৈয়ার তলে
রাঙ্গা বধু যায়
ডিঙ্গির নাইয়া হেলে দুলে
উজান দিগন্তে বায়।
যেইনা ডিঙ্গি ভিড়ল এসে
উজান তলীর গাঁয়
উদোম উতলা বাতাস বহে
নিঝুম রাত্রির ছায়ায় ।
সুন্দর হইছে
বেশ ছন্দময়। শুরুর ছন্দা শেষ দিকে এসে একটু মার খেয়ে গেল কি?
শুভেচ্ছা জানাই কবিকে –
বেশ ছন্দময় লিখা
ভালো লাগলো পড়ে
শুভ কামনা রইল