নোটিশ
নাইওর ডিঙ্গি – দুই
এই লেখাটি ইতিমধ্যে 1108বার পড়া হয়েছে।
ভাটির দেশের নাইওর ডিঙ্গি
ভিড়লো উজান ঘাটে
কন্যাবরণ করতে সবাইর
ব্যস্ত সময় কাটে ।
নাইওর করতে আইসা কন্যা
উজান তলীর গাঁয়
দুঃখীকন্যা ধরলো বায়না
সাতদিন থাকতে চায় ।
এইনা শুনে ডিঙ্গির নাইয়া
ভাটিয়ালি ধরে
নোঙ্গর ফেলল নদীর ঘাটে
সাতদিন থাকবে বলে ।
ভাদর মাসে স্বামীর সাথে
দিন কাটানো ভয়
স্বামী-স্ত্রীর মুখ দর্শনে
স্বামী যে অন্ধ হয় !
সুখের সংসার গড়তে কন্যা
ভাদর-কাটানি চায়
নাইওরী কন্যার অন্তর্জালা
কেউ না শুনতে পায় ।
১,১৬৩ বার পড়া হয়েছে
Tags: নাইওর ডিঙ্গি-এক
পড়লাম বেনু ভাই — ।। চলুক — ।
ধন্যবাদ আপনাকে সাথে থাকায়….
শেষ লাইন দুটি খুবই সত্যি। এভাবে শুনতে পাব ভাবিনি। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সাথে থাকায়…
অনেক সুন্দর
অনেক সুন্দর .
“আমাৱ পছন্দেৱ ছন্দ ” খুব ভাল লাগলো
গ্রমীণ লোকজ সংস্কার নিয়ে বেশ সুন্দর কবিতা হয়েছে। ভাল লাগল কবি।
শুভেচ্ছা জানবেন।