Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নারী যদি হও

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ১০/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1068বার পড়া হয়েছে।

 

 

ফুল যদি হও
পাঁপড়ি মেলে ফুটো
হৃদয়ের সুবাস দাও ছড়িয়ে
মধুকর চুমিবে অধর মধুর গান গেয়ে ;

 
চাঁদ যদি হও
দাও জ্যোৎস্নার আলো
দূর করো রাতের কালো
আমি তো অপেক্ষায় ওগো বাসতে ভাল ;

 

 

মেঘ যদি হও
আকাশে ভাসো
ভেসে ভেসে উড়ো
তৃষ্ণার জলধারা হয়ে হৃদয় মরুতে ঝরো ;

 
নদী যদি হও
সাগরে নামো
এক সাগর ভালবাসা পাবে
আমি ও চেয়ে থাকি তোমার চরণ পানে ;

 
নারী যদি হও
আঁচল পাতো
দেহ মন সব নাও
আমি তুমি দু’জনে চলো যাই দূরের বনে;

 
ঘন সবুজের ভীড়
সুখের একটি নীড়
প্রেম প্রীতি সুগভীর
রচিব অধম অমরাবতী  অপেক্ষায় অধীর।

 

.

১,১৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  প্রেমময় কোবতে ভাল লাগিচ্ছে

  অনেক শুভ কামনা রইল

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সবাই তো প্রেমের পাগল……তাই,

  অনেক অনেক ধন্যবাদ।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  নারী যদি হও
  আঁচল পাতো
  দেহ মন সব নাও
  চলো যাই দু’জনে দূরের বনে;
  ————————
  বাহ অনেক সুন্দর হয়েছে।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  বাহ্‌,
  মনে হয় যেন এক কথায় রাজী
  যেতে দূরের বনে ।

  অনেক ধন্যবাদ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  নারী যদি হও
  আঁচল পাতো
  দেহ মন সব নাও
  চলো যাই দু’জনে দূরের বনে;
  ভাই ,
  না যেয়ে বনে
  যান স্বর্গ পানে ।

 6. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  দাদা, কবিতা অনেক সুন্দর হয়েছে।

  আমার কাছে এই প্যারা সবচেয়ে বেশি ভাল লেগেছে,

  “নদী যদি হও
  সাগরে নামো
  এক সাগর ভালবাসা পাবে
  আমি ও চেয়ে থাকি তোমার চরণ পানে;”

 7. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  হ্যাঁ, আমার ও ভাল লেগেছে

  অনেক ধন্যবাদ।

 8. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ রইলো আপনার জন্য।

 9. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  দাদা, কবিতা অনেক সুন্দর হয়েছে।

 10. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  চিত্রকল্পগুলো বেশ মনোগ্রাহী হয়েছে।
  শুভেচ্ছা কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top