Today 22 May 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নিঃশ্বাসের সুবাস হতে দে

লিখেছেন: dr.daud | তারিখ: ০৩/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 487বার পড়া হয়েছে।

সাথে থাকতে দে,অবাধে
হাত হাত রাখতে দে
কাঁদতে দে আমাকে অশ্রু জলে ভিজতে দে
পুড়তে দে আমাকে, তোর আব্রুর চোখে ভাসতে দে
বুকের দরিয়ায় ডুবতে দে, উত্তাল তরঙ্গে মিশতে দে
বন্ধু,তোর দিলের মখমলে আমার দিলের আশ্রয় দে
অনলের উত্তাপে চাপা বুকের নিঃশ্বাস নিতে দে-

ভালবাসার ওয়াস্তে স্বপ্নের আবাদ করতে দে
নয়ন কান্তে সুখ দুখের স্বপন বুনতে দে
তোর পাশে থাকতে দে, হাতে হাত রাখতে দে;
কাঁদতে দে আমাকে বুকের দরিয়ায় তুলিসনে ঝড়,
আপন বাহুতে বেঁধে রাখ তুই শুনতে পাবি আত্মার ধড়পড়!

চাঁদের সান্নিধ্যে জোছনাদের ইচ্ছের লুটোপুটি করতে দে
চোখের সান্নিধ্যে কাজল রেখা ফুটতে দে, প্রাণের তাগিদে
তোর নিঃশ্বাসের সুবাস হতে দে
হাতে হাত রাখতে দে, জীবনের অন্তিম সহচর হতে দে
প্রাণের উৎস ছুঁতে দে আমাকে মৃগ কস্তূরীনাভ গন্ধে ডুবতে দে;
অমর্ত্য আকাশে একটি নীল প্রজাপতি উড়তে দে, অনন্ত উচ্ছ্বাসে
চিৎকার করে বলতে দে ভালোবাসি ভালোবাসি……
নীল সমুদ্রের জলরাশি তোর বুকের শাঁখে খুঁজতে দে ।

দাউদুল ইসলাম

৪৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভালবাসি কবিতা পড়ি, কবিতা লিখি কবিতার সাথে থাকি।
সর্বমোট পোস্ট: ৯ টি
সর্বমোট মন্তব্য: ৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৭-০৩ ০২:৪৯:০৭ মিনিটে
Visit dr.daud Website.
banner

৪ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  এই দে প্রেমিকার সাথে কতটা উপযুক্ত ভাবা দরকার ।
  তাছাড়া ভাবনার বিস্তার ছড়িয়েছে খুব সুন্দর ভাবে ।
  ভাল লাগল সুন্দর কবিতা

 2. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  অমর্ত্য আকাশে একটি নীল প্রজাপতি উড়তে দে, অনন্ত উচ্ছ্বাসে-বাহ দারুণ!

 3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  বাহ প্রেমের উথাল পাতাল ভাব প্রকাশ ভাল লেগেছে। আপনার প্রেম এমন উথাল পাথাল চলুক এই কাম না করি।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্দ হবার মতোন লিখনী
  বেশ ভাল লাগলো
  ভালো ভাবনা
  শুভ কামনা
  শুভ বিকেল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top