নোটিশ
নিকষ কালো দেহ
এই লেখাটি ইতিমধ্যে 1346বার পড়া হয়েছে।
দুষ্টু মেয়ের মিষ্টি হাঁসি
নিকষ কালো দেহ
মনকুঞ্জে বসত গড়তে
ভিড়ল নাকো কেহ।
নিকষ কালো দেহের তরে
প্রদীপ নাহি জ্বলে
হৃদ-প্রদীপ নিভে গেল
ভালবাসার ছলে।
ঝুঁটি বাঁধা চুলগুলো সব
আকাশমুখী করে
কাঁচা ধানের শীষের মতো
রাখতে মাথা ভরে ।
হৃদ-কঠোরে হঠাৎ তুমি
একী অসুখ দিলে !
চোখের নেশা লেপে দিয়ে
হৃদয় কেঁড়ে নিলে ।
দুষ্টু চোখের তীক্ষ্ণ দৃষ্টি
এক নিমেষ ফেলে
উড়াল দিয়ে পালিয়ে গেলে
ডানা দুটো মেলে ।
প্রেমের তরে বৃথা যুক্তি
হৃদয় পাগলপারা
নিকষ কালো দেহের লাগি
প্রেমে আত্নহারা ।
১,৩২৯ বার পড়া হয়েছে
সুন্দর।।
অনেক ধন্যবাদ
….প্রেমের তরে বৃথা যুক্তি
হৃদয় পাগলপারা
নিকষ কালো দেহের লাগি
প্রেমে আত্নহারা ।
-আপনার নিকষ কালো দেহের কাব্য অনেক ভালো লাগলো । ভাল থাকুন কবি ।শুভেচ্ছাসহ-
অনেক ধন্যবাদ আপনাকে
সব কবিরাই সৌন্দর্য খুঁজে পেয়েছে কালো দিগল চুলে অথবা কালো হরিণ চোখে । আপনিইবা পাবেন না কেন । কবিতাটি ভাল লাগল ।
শুভ কামনা ।
অনেক ধন্যবাদ কবি
নিকষ কালো দেহের লাগি আত্মহারা ইয়া মাবুদ ইতা কিতা কন
তবে লেখা সুন্দর হইছে অনেক
কালা আমার গলার মালা
নেই তাতে মনের জ্বালা
বোল্ড না করলে ভাল হতো
ঠিক আছে আপনি যেমন চেয়েছেন । করে দিলাম
ধন্যবাদ…. কালো গলার মালা হয়েই থাকুক। শুভকামনা
Khub sundar
valo laglo
অত্যন্ত সুন্দর
“প্রেমের তরে বৃথা যুক্তি
হৃদয় পাগলপারা
নিকষ কালো দেহের লাগি
প্রেমে আত্নহারা।”
যথার্থই বলেছেন কবি –
“পীরিতে মজিলে মন, কি বা হাড়ি কি বা ডুম!”
পীরিত কালা আর ধলা চেনে না।
বুলবুল ভাইয়ের সাথে সহমত
মুগ্ধতা রেখে গেলাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,