Today 23 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নির্বাসনে

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ২২/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 521বার পড়া হয়েছে।

নির্বাসনে
নির্বাসনে দেবে আমায়?
আমিতো নির্বাসনেই আছি ।
এসেছি সহস্র আলোক বর্ষ দূর থেকে
আকাশ লীন যেথায়, তারও উপরে
একদা ছিল আমার বাস।
আমার অপরাধ তোমাতে, সেতো লঘু,
গুরুতর অপরাধ করেছিল আমার পূর্ব পুরুষ,
সেদিন থেকেই চলছে এ নির্বাসন প্রক্রিয়া,
বিন্দুর মতো ছুড়ে দিয়েছিল
আমায় স্রোতস্বিনী নদীতে, সমুদ্রের উত্তাল তড়ঙ্গে,
ফেনায় ভাসতে ভাসতে অবমুক্তি ঘটেছে
আমার এ পৃথিবীতে।
খূঁজে ফিরছি সেদিন থেকেই ফিরে যাওয়ার রাস্তা।
তোমার কি শেষ হয়েছে নির্বাসন দন্ড?
অট্টালিকায়ই থাকো বা ফুটপাতে,
যদি ভেসে উঠে মনে অহোরাত্র,
তুমি দন্ড প্রাপ্ত নির্বাসিত একজন,
কি-ই বা সুখ এ ভূবনে?
একদিন শেষ হবে নির্বাসনের, ফিরে যেতে হবে
আপন ভূবনে অনন্ত কালের জন্য।
অপেক্ষায় আছে সেথায় আদি পিতা
তার সন্তানদের তুলে নিতে ক্রোড়ে,
যার অপরাধেই হয়েছিল নির্বাসন।
সে ভূবন তোমার আমার সকলের সমতার।
চলো, আজই বেরিয়ে যাই উৎসের সন্ধানে,
ক্ষমা চাই নির্বাসন দন্ডের,
ফিরে যেতে চাই এ নির্বাসিত দ্বীপ থেকে
নিজ আলয়ে ।
জান না কি তুমি?
কারাভ্যান্তর থেকে সাজা খেটে বেরিয়ে আসে
যে কয়েদি, ফিরে যেতে নিজ আলয়ে,
ফিরে যায় পূর্বের পোষাকে,
যে পোষাক রেখেছিল জমানির্বাসনে যেতে
কারা দোরে ।
তুমিও ডিরে যাবে জন্ম মূহুর্তের পোষাকে,
রিক্ত হস্তে, নিয়ে যাবে শুধু আত্মার সম্পদ,
যা হয়েছে অর্জিত স্রস্টার ই নির্দেশে। ।

৫৬৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  একদিন শেষ হবে নির্বাসনের, ফিরে যেতে হবে
  আপন ভূবনে অনন্ত কালের জন্য।
  অপেক্ষায় আছে সেথায় আদি পিতা
  তার সন্তানদের তুলে নিতে ক্রোড়ে,
  যার অপরাধেই হয়েছিল নির্বাসন।

  অসাধারণ !

  অনেক অনেক ভাল লাগলো ।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অনেক অনেক ভাল হয়েছে

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  নির্বাসনে
  নির্বাসনে দেবে আমায়?
  আমিতো নির্বাসনেই আছি ।
  এসেছি সহস্র আলোক বর্ষ দূর থেকে
  আকাশ লীন যেথায়, তারও উপরে
  একদা ছিল আমার বাস।

  চমৎকার লাগল নির্বাসনের কবিতা।তবে আমরা চাচ্ছিনা এত ভাল কবিকে নির্বাসনে পাঠাতে।চাই কবি লোকারয়ে আপন সমাজে আমাদের মধ্যে বেচে থাক যুগ যুগ।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

 4. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  “একদিন শেষ হবে নির্বাসনের, ফিরে যেতে হবে
  আপন ভূবনে অনন্ত কালের জন্য।”…………।।ভুলে যাই এই জীবন যে নির্বাসনের জীবন।ফিরে যেতে সেখানে যেখান থেকে এসেছি।………।চমৎকার কবিতা।

 5. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  তাৎপর্যপূর্ণ লেখা। অনেক ভাল লাগা রেখে গেলাম।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ফিরে যেতে চাই এ নির্বাসিত দ্বীপ থেকে
  নিজ আলয়ে ।

  যেতে তো হবেই অনন্তকালের জন্য ।

  সুন্দর কবিতা

 7. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  লেখা খুব সুন্দর হইছে, খেজুর রসের নিমন্ত্রণ রইলো ।

 8. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  //তুমিও ডিরে যাবে জন্ম মূহুর্তের পোষাকে,
  রিক্ত হস্তে, নিয়ে যাবে শুধু আত্মার সম্পদ,
  যা হয়েছে অর্জিত স্রস্টার ই নির্দেশে। ।//

  ভাব ও ভাষায় সুন্দর কবিতা, ভাল লাগল বেশ।
  কবিকে শুভেচ্ছা জানাই।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top