Today 13 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নির্মাণ সিঁড়ি

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ২২/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 914বার পড়া হয়েছে।

যারা সিঁড়ি তৈরি করেছিল
আমরা তাদেরকে চিনতাম না ,
উপরে উঠতে পারব ভেবে আনন্দে
নেচে উঠেছিল এ সারা সমতলের জন জাগরণ ।
মাটিতে দাঁড়িয়ে যে আকাশ দেখি
তারই কাছাকাছি পৌঁছে আকাশ আর মাটিকে দেখব
জীবনকে পাখির সুখে ভাসিয়ে
কেঁচোর ঝুর ঝুর বাসনায় সম্পৃক্ত করে
ভালোবাসার ঠিকানা বদলে
সভ্যতার ঘর গেরস্থ হবে ভেবে
আমরা প্রাণপাত করে সেই নির্মাণে হাত লাগিয়েছিলাম ।

অথচ আর আমরা কেউ নেই
মালভূমির টেবিলজুড়ে দখল নিয়েছে
যারা সিঁড়ির উপরে ছিল তারাই ।
আর আমাদের সমতলটুকুও
কোথাও কোথাও খাদের গর্ভে তলিয়ে যাচ্ছে ।

হে সভ্যতা তুমি এবার ঝাঁ চকচকে জনগণ হও ।

-০-০-০-

৯০০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. প্রহেলিকা মন্তব্যে বলেছেন:

  শেষের দিকে এসে তৃপ্তি পেলাম, ভালো লেগেছে খুব শেষ লাইনটি, শুভেচ্ছা কবির জন্য।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্দ হলাম পড়ে দারুন লিখা
  নাইস ভেরি ণাইস

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন কাব্যতা য় মুগ্ধ হলাম
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top