Today 01 Nov 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নিশি কাব্য

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ০৫/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 821বার পড়া হয়েছে।

আজ নিশিতে মোর চৌকিতে হইছে ভূ-কম্প
দশ দিগন্তের সর্বস্তরে বইছে সেই আতংক,
আসমান ভরা তারাগুলো পেল ভীষণ ভয়
কম্পনেতে খঁসে পড়ে না জানি কী হয় !

মেঘগুলির গতিবেগ ছিল হিসেবহীন
এলোমেলো ছুটছে বাতাস যেন দিশেহীন
চাতকের কাতর চক্ষু দিলো ভয়ের সাক্ষী
চন্দ্র ছিল পলায়নে নীড়ে সকল পক্ষি ।

গরম শ্বাসের চরম ত্রাসে চূর্ণ নীলাভূমি
অবুঝ বনে সবুজ গাছের বন্ধ কানাকানি
সাগরেতে জলোচ্ছাসে পাহাড়সম ঢেউ
সব কিছু আমরাই জানি জানে আর কেউ ।

৯১৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মিন্টু ভাই চমৎকার হয়েছে আপনার নিশি কাব্যটি।

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ

 3. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “চাতকের কাতর চক্ষু দিলো ভয়ের সাক্ষী
  চন্দ্র ছিল পলায়নে নীড়ে সকল পক্ষি ।”

  ভাল লাগা +

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চাতকের কাতর চক্ষু দিলো ভয়ের সাক্ষী
  চন্দ্র ছিল পলায়নে নীড়ে সকল পক্ষি ।

  সুন্দর !

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আবার পড়লাম ভাল লাগল ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top