Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নিশ্চুপ শালিকের গান

লিখেছেন: মৌনী রোম্মান | তারিখ: ৩০/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 842বার পড়া হয়েছে।

এমন যেন না হয়,
শরীরে শক্তি নেই, মনে কোন যাতনা নেই –
তবু জ্যান্ত আছি !
এর চেয়ে এই ভাল শক্তপোক্ত এক যন্ত্রণাপূর্ণ হৃদ,
রোজ বিকেলে তোমায় ভোলার দূরাশায়
নিশ্চুপ শালিক হয়ে যায় ;

এমনটা না হওয়াই ভাল,
মনের গহীনে কেউ নেই, চারপাশ হুল্লোড়ে মত্ত –
অযথাই হাজার কথন বকে যাচ্ছি অবিরত !
তার চেয়ে বরং এই ভাল –
নিঃসঙ্গ গোধূলিতে অন্তপুরের খিড়কি খোলে
ভেসে যাই তুমিহীন বিষণ্ণ বেলায় ;

৯১৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নিজেকে নিয়ে বলার মতোন কোন অবস্থানে এখনও পৌঁছাতে পারিনি, পড়াশোনা করছি । আমি মোটেও লেখক নই । সাহিত্যের একনিষ্ঠ পাঠক শুধু । লেখালেখির নিয়ম-নীতি সম্পর্কে একদম অজ্ঞ । কিশোর বয়সের প্রথম প্রহর থেকে ডায়রির সাথে সখ্যতা । সেই আমার অব-লেখনের সূচনা । গুছিয়ে কথা বলতে পারি না, তাই মনের মধ্যে অনেক কথাই অনুচ্চারিত থেকে যায় । সেগুলো প্রকাশের তাড়না থেকেই, শুধুমাত্র নিজের জন্য লেখি । এজন্যই আমার লেখাগুলোও বড্ড স্বার্থপর । অনেকটা সময় পর্যন্ত সব লেখা শুধু ডায়রিতেই আবদ্ধ ছিল । চলন্তিকায় যাত্রা শুরুর আগ পর্যন্ত, আমার লেখার একমাত্র পাঠক ছিলাম - আমি । হঠাত্ই অর্বাচীনের মত চলন্তিকায় একটা লেখা পোষ্ট করা, আর সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমার চরম দুঃসাহসী হয়ে উঠা । তাই যে কোন দোষ-ত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো
সর্বমোট পোস্ট: ৩৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৪ ০৫:৫৩:৫৩ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  মনে লাগার মত অদ্ভুত সুন্দর কবিতা–খুব ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি ।

 3. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ, ভালো থাকবেন

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভার থাকুন ।

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  তার চেয়ে বরং এই ভাল –
  নিঃসঙ্গ গোধূলিতে অন্তপুরের খিড়কি খোলে
  ভেসে যাই তুমিহীন বিষণ্ণ বেলায় ;

  এতটা হতাশ হওয়ার কারণ নাই………..
  জীবন তো সুখ-দুঃখ পাশাপাশি,

  অনেক ভাল লাগা।

 6. আরজু মন্তব্যে বলেছেন:

  এমনটা না হওয়াই ভাল,
  মনের গহীনে কেউ নেই, চারপাশ হুল্লোড়ে মত্ত –
  অসম্ভব ভাল লাগল মৌনী কবিতাটা

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর কাব্য

  ভেসে যাই তুমিহীন বিষন্ন বেলায়

 8. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা

 9. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  নিশ্চুপ এক শালিকের গান । নামটিই খুব সুন্দর । কবিতাটিও চমৎকার ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top