Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নীহারিকার ডাক

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ০৫/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 2428বার পড়া হয়েছে।

আবার আকাশে অন্ধকারে আলোগুলো উড়ছে!
গ্রহের পাশে উড়ন্ত নীহারিকাদ্বয়,
অসীম আকাশের সীমানায় কে যেনো আমায় ডাকছে।

নির্জন নিশ্চুপ চারদিক, উপরে যেনো আলোময় থালা।
দূরে অনেক দূরে, সমুদ্রের গর্জন,
চাঁদ যেনো গেঁথেছে তাঁরার মালা।

আবার আকাশে অন্ধকারে আলোগুলো উড়ছে!
দারুচিনিদ্বীপ সাঁজিয়ে আছে সবুজ অরণ্যে।
আজী রাত্রির ভিরে তাকে যায় না দেখা;
দাঁড়িয়ে থাকা পাহার টা যেনো আজ বড়-ই একা।

আমি কবি নই, পারিনা লিখতে কবিতা।
যত নিহারিকা আছে সবই তোমায় দিলাম উপহাৱ।
তুমি আমার প্রথম নক্ষত্রের কাঠ গোলাপ!
বিদায় দাও, অন্ধকার আমায় ডাকছে হে পুষ্পিতা।

২,৩৯৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাবনার বিস্তার ছড়িয়ে পড়েছে সুদূরে
    ভাল লাগল

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কবিতার থিম ভালো,
    তবে___
    মনে হয় এমন হবে__

    নিহীরিকা > নীহারিকা
    সমদ্রের > সমুদ্রের
    সাঁঝিয়ে > ভীরে
    পাহার > পাহাড়
    পুস্পিতা > পুষ্পিতা

    ধন্যবাদ ভালো থাকবেন।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অসম্ভব ভাল হয়েছে বানানগুলো ঠিক করে নিও

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top