নিয়তি
এই লেখাটি ইতিমধ্যে 1211বার পড়া হয়েছে।
বহুজন্ম পরে পথ ভুলে তার এক চিলতে হাঁসির সাথে
আমার পুরনো কিছু কষ্টের আবারও দেখা হয়ে গেল,
অস্তাচলের প্রত্যাশায় গন্তব্যহীন মাঝ রাস্তায় একাকীনি
শুয়ে ছিল বিষণ্ণ বিকেলের ক্ষয়ে আসা আলোর ভ্রূকুটি,
তার হাঁসিতে ফেলে আসা পুরনো প্রত্যাশার ঝলক দেখে
ঈর্ষা কাতর হয়ে উঠলো সূর্যের পুরুষ আগুনের লেলিহান,
এরই মাঝে নিস্তরঙ্গ সময়ের বুকে ভালোবাসার কালিতে
পুনর্মিলনের ইতিহাস লিখে রেখে গেলো জীবনের বহতা,
অশ্রু জলের বুকে নখের আচর কেটে কেটে সে আমাকে
দেখালো তার ভালো না থাকার মানচিত্রের মধ্য প্রদেশ,
শীর্ণ আঙ্গুলের স্পর্শে আমি তার শরীর ছুঁয়ে উত্তাপের
তারতম্যে বোঝালাম তাকে ছাড়া কেন আমি অসম্পূর্ণ,
আমাদের কষ্টের ভিন্ন ভিন্ন গল্পগুলো একসুরে গাঁথা
হয়ে একটি অভিন্ন ভালোবাসার গল্প হয়ে গেলে সে
আমার বুকের কার্নিশে মাথা রেখে নিভৃতের প্রশ্রয়ে
বলল আমাদের গল্পটি এবার তবে হোক পূর্ণতার গল্প,
তার আঁধার চুলে সম্মতির বিলি কেটে আমি বললাম
এই গল্প থেকে এবার তবে জন্ম নেক এক নতুন ভ্রূণ ।
১,১৯৮ বার পড়া হয়েছে
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit
হাসান ইমতি Website.
কবির লেখা বরাবরই সুন্দর সব শব্দের সমাহারে পরিপূর্ণ কাব্য হয়ে ফোটে।
আপনার লেখায় কদাচিৎ বানানের ভুল দেখা যায়।
আজ কি বেশি তাড়াহুড়া করে ফেলেছেন কবি?
আবার দেখে নিন: হাসির, একাকিনী, আঁচড়, নিক….
অসম্ভব ভাল লাগল কবিতা।
খুব ভালো লাগলো লেখা।
শুভেচ্ছা জানবেন।
ঘুরে নানান ভাবনার জগত
অসাধারণ এক একটি কবিতা লিখে চলেছেন আপনি ।
এটাও ব্যতিক্রম নয় । ভাল লেগেছে খুব ।
শুভেচ্ছা নিন কবি ।
কবি বুলবুল ভাইয়ের সাথে মহমত পোষন করলাম কবি হাসান ইমতি ভাই বেশ
ভাল লাগলো এতো তাড়া কিসের কবি ,,,,,,,,,,,,