Today 11 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নীরব অবগাহন

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১২/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1100বার পড়া হয়েছে।

নীরব অবগাহন
মিলন বনিক

চাঁদ ডুবে গেলে যদি চন্দ্রমল্লিকা কষ্ট পায়
বৃষ্টি থেমে গেলে যদি কখনও
চাতকের আত্মা অতৃপ্ত থেকে যায়
তবে আমি কিভাবে তোমার অস্তিস্ব ভুলে
উদাস বনবাসী হই বলো।
জোৎ¯œারা আড়াল হলে যদি মনের কষ্টই বাড়ে
অন্ধকারে মনের দরজায় সে কে, যে কড়া নাড়ে।
অকাল বোধনের পাঠ শেষ করেছি সেই কবে
এখন আমার পরিপূর্ণ যৌবন,
স্বর্নলতিকা ঘিরে ধরেছে আমার আপাদমস্তক।
দুঃখ জ্বরা ব্যাধি কাম ক্রোধ লোভ মোহ
এসবের উর্ধ্বে আমি নই।
চাঁদ ডুবে যাক, চন্দ্রমল্লিকা কষ্ট পাক
জোৎ¯œারা আড়াল হলে হোক, তাতে ক্ষতি নেই
মনের কষ্ট ভুলতে এসব নিয়েই আমার নিয়ত বসবাস
তোমার মনের ভীড়েই আমার নিয়ত পথচলা
একান্ত সান্নিধ্যেই হোক আমার নীরব অবগাহন।

১,০৯২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. Crown. মন্তব্যে বলেছেন:

  Likte parina tai apnader lekagulo pore tripti pai.

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  জোৎ¯œারা— বানান টা ঠিক করে নিন। চমৎকার প্রকাশ হয়েছে মনের কথার। ছন্দ ও শব্দের ব্যবহারও ভাল লাগল।

 3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  জ্যোৎস্নারা লিখতে যেয়ে মনে হয় কোন একটা সমস্যার কারণে এরকম হয়েছে। মনে হচ্ছে আপনি যে ফন্টে লিখে রেখেছিলেন তার জ্যোৎস্না বানানটি ব্লগে সাপোর্ট হয়নি। তাই লিখে প্রিভিউ দেখে নেওয়া উচিৎ।

 4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  কনভার্ট জনিত সমস্যা…অনেক ধন্যবাদ…সুমন ভাই…

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর। ভাল থাকুন।

 6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুবই সুন্দর কথামালা
  ভাল লাগল

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ মুগ্ধ হলাম পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top