Today 02 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পংক্তিমালা

লিখেছেন: শাহানারা রশিদ ঝর্ণা | তারিখ: ০১/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 913বার পড়া হয়েছে।

তোমার না হয় মাটির শরীর আমার পোড়া তামা
নষ্ট সময় কষ্টে মেতে গায় কে সারে গা মা।

বুকের বনে বাবুই পাখি যতেœ বাসা বোনে
স্বপ্ন ভাঙে বৈরী খেলায় কার কথা কে শোনে।

দীঘিতে নেই পদ্ম-খেলা নিপূন ঢেউয়ের ভাঁজে
কোন আশাতে আলতা বানু লাল শাড়িতে সাজে।

বিবেক মাঠে কিশোরী রোদ নিঃসীমতায় ঘোরে
ভুলের তাপে বন্দি মনের ইচ্ছে গুলো পোড়ে।

আস্থা এবং নির্ভরতায় পড়শি বিকেল হাসে
বোকা বুনো ঘূণ পোকারা দ্বন্দ্ব-দ্বিধায় ভাসে।

৯৬৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪১ টি
সর্বমোট মন্তব্য: ১৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-৩০ ০৬:৫৯:২০ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার ঝর্ণা

  অনেক ভাল লাগা।

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  খুবই চমৎকার অন্ত্যমিল আর অসাধারন ভাবনা ! মন ছুঁয়ে গেল ঝর্ণা আপু —- ।

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তোমার না হয় মাটির শরীর আমার পোড়া তামা
  নষ্ট সময় কষ্টে মেতে গায় কে সারে গা মা।

  বুকের বনে বাবুই পাখি যতেœ বাসা বোনে
  স্বপ্ন ভাঙে বৈরী খেলায় কার কথা কে শোনে।

  খুব সুন্দর কবিতা লিখেন আপনি।কিন্তু আপনাকে চলন্তিকায় অনেক কম পাই।সবসময় লিখবেন।সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

 4. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  anek sundor montobber jonno antorikata sabaike ..!

 5. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  বিবেক মাঠে কিশোরী রোদ নিঃসীমতায় ঘোরে
  ভুলের তাপে বন্দি মনের ইচ্ছে গুলো পোড়ে।
  ============ অনেক সুন্দর হয়েছে কবিতাখানি। শুভ কামনা রইল।

 6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি খু-উ-ব ভাল লাগল । শুভ কামনা ।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখেছে। ভাল লাগায় ভরপুর

 8. জাফর পাঠান মন্তব্যে বলেছেন:

  ঝর্ণা আপু শুভেচ্ছা নিবেন। প্রথমেই আপনার সবগুলো কবিতার নাম সিলেকসনের প্রশংসা করলাম। তারপর আপনার ছন্দপ্রেমকে সেলুট জানাই । আর এই কবিতার বিষয়বস্তু ও ছন্দের অন্তমিলের পারঙ্গমতাও ভালো লাগলো। এভাবেই এগিয়ে যাবেন আশা করি ।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখনী
  …………………….ভালো লাগা জানিয় গেলাম

  শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top