Today 12 Nov 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পথের জয়

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০২/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 927বার পড়া হয়েছে।

পথ ভুল করে অন্য পথে ঢুকে পড়লেও

পথেই থাকা হয় ,

সেই পথের অন্য দিশায় নাও তো

থাকতে পারে ভয় ।

যে ভয়েতে তুমি পথের মাঝেই

পথ হারিয়ে ছিলে

এখানে দাঁড়িয়ে এই পথের ধারে

ভয়কে যাও ভুলে ।

সমস্ত দিশা যায় চলে যায়

কোন না কোন পথ ধরে

চলতে থাকলেই নিশ্চয় পাবেই

সাফল্য সুখ অন্তরে ।

কোথাও বা ভুল কোথাও বা ঠিক

কোথাও থাকে ভয়

পথ হারিয়ে পথকে খুঁজেই তুমি

জীবন করবে জয় ।

-০-০-০-

৯১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন দাদা।

  শুভেচ্ছা নিন…

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  খুব খুব ভাল লেখা কবি !

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  সেই পথের অন্য দিশায় নাও তো

  থাকতে পারে ভয় ।

  যে ভয়েতে তুমি পথের মাঝেই

  পথ হারিয়ে ছিলে

  রেবা দা অনেক ভাললাগা শুভেচ্ছা কবিতায়। ভাল থাকুন।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল অনেক

 6. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  “পথ ভুল করে অন্য পথে ঢুকে পড়লেও

  পথেই থাকা হয় ,”-খুব সুন্দর।

 7. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর।ভাল লাগা রইল।

 8. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  পথতো এমনই বার বার ঠিকানা দিয়ে যায় জীবনে চলার । সুন্দর লিকেছেন ।

 9. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগল। সুন্দর লেখার জন্য ধন্যবাদ ।

 10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছন্দ অন্তমিল বেশ ভাল লাগলো পড়ে

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top