Today 26 Aug 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পল্টি দাদার বাক বাকুম

লিখেছেন: শওকত আলী বেনু | তারিখ: ১১/০৪/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 542বার পড়া হয়েছে।

পল্টি দাদা পল্টি দাদা
মিসকি হাঁসি হাসছো তুমি
হিঃ হিঃ হিঃ
রওশন দিদি খাচ্ছে নাকি
গরম গরম ঘি ।
গরম ঘিতে পাঁকছে কেশ
লোকে বলছে সাদা
দিদি আমার জপছে এবার
দলে ব্রাত্য দাদা ।
হাঃ হাঃ হাঃ একেই বলে
বাঘের উপর টাক
ধরাশায়ী দাদা আমার
ডাকছে শুধু,
বাক বাকুম বাক ।

৫৭৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করি।সংবাদিকতা ছেড়েছি আড়াই যুগ আগে।তারপর সরকারী চাকর! চলে যায় এক যুগ।টের পাইনি কী ভাবে কেটেছে।ভালই কাটছিল।দেশ বিদেশও অনেক ঘুরাফেরা হলো। জুটল একটি বৃত্তি। উচ্চ শিক্ষার আশায় দেশের বাইরে।শেষে আর বাড়ি ফিরা হয়নি। সেই থেকেই লন্ডন শহরে।সরকারের চাকর হওয়াতে লেখালেখির ছেদ ঘটে অনেক আগেই।বাইরে চলে আসায় ছন্দ পতন আরো বৃদ্বি পায়।ঝুমুরের নৃত্য তালে ডঙ্কা বাজলেও ময়ূর পেখম ধরেনি।বরফের দেশে সবই জমাট বেঁধে মস্ত আস্তরণ পরে।বছর খানেক হলো আস্তরণের ফাঁকে ফাঁকে কচি কাঁচা ঘাসেরা লুকোচুরি খেলছে।মাঝে মধ্যে ফিরে যেতে চাই পিছনের সময় গুলোতে।আর হয়ে উঠে না। লেখালেখির মধ্যে রাজনৈতিক লেখাই বেশি।ছড়া, কবিতা এক সময় হতো।সম্প্রতি প্রিয় ডট কম/বেঙ্গলিনিউস২৪ ডট কম/ আমাদেরসময় ডট কম সহ আরো কয়েকটি অনলাইন নিউস পোর্টালে লেখালেখি হয়।অনেক ভ্রমন করেছি।ভালো লাগে সৎ মানুষের সংস্পর্শ।কবিতা পড়তে। খারাপ লাগে কারো কুটচাল। যেমনটা থাকে ষ্টার জলসার বাংলা সিরিয়ালে। লেখাপড়া সংবাদিকতায়।সাথে আছে মুদ্রণ ও প্রকাশনায় পোস্ট গ্রাজুয়েশন।
সর্বমোট পোস্ট: ২০৩ টি
সর্বমোট মন্তব্য: ৫১৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৯:২৪:৩১ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  বেশ মজার ছড়া । শুভেচ্ছা রইল বেনু ভাই ।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  পল্টি দাদা পল্টি দাদা
  মিসকি হাঁসি হাসছো তুমি
  হিঃ হিঃ হিঃ

  চমৎকার ভাবে প্রোফাইল আপডেট করেছেন বেনু ভাই।ধন্যবাদ।শুভকামনা রইল।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  পড়ে খুব ভাল লাগল ।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে

  এরা চাচাকে নিয়ে লেখা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top