Today 18 Apr 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পশু বাদুর

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১৯/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 568বার পড়া হয়েছে।

পাখায় ভর দিয়ে পাখিরা
উড়ে যায় আকাশে ,
তইনা দেখে ছোট্ট বাদুর
উড়াল দেয় বাতাসে ।
ঝাপটাতে ঝাপটাতে ডানা
একদিন পাখায় রুপ পায় ,
পশু বাদুর পাথি হয়ে
শূণ্যে চলে যায় ।
মাটি ছেড়ে বাদুর যেদিন
শূণ্যে উড়ে যায় ,
কালক্রমে সে উড়ে উড়েই
তার চোখ দুটো হাড়ায় ।
চক্ষুহীন সেই অন্ধ বাদুর
শব্দ শুনেই চলে ,
দিনের বেলা সবে মিলে
গাছের ডালে ঝুলে ।
পাখা আছে বলে পাখায়
পালক কিন্তু ভাই নেই,
পাখি হয়েও বাচ্চা দেয় সে
পশু বনে তাতেই ।
মুখটা তাদের পশুর মতই
পাখিদের মতো নয় ,
যত রকম ফল ফলাড়ী
সব কিছুই তারা খায়।
সূর্যের তাপ তাদের সয়না গায়
রাতেই খাবার খেয়ে
দিনের বেলায় রুকিয়ে থাকে
বাজ পাখিদের ভয়ে । ।

৫৫৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. নাজমুল হক পথিক মন্তব্যে বলেছেন:

  nice

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে

 3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বাহ – বাদুর বিষয়ে অনেক কিছু জানা গেল।
  ধন্যবাদ কবি ।

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  নাইস লিখা

  ভালো লাগলো পড়ে খুব

  শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top