পাতার বাঁশি
এই লেখাটি ইতিমধ্যে 1214বার পড়া হয়েছে।
শূন্য হৃদয় পূর্ণ কর সাকি,
আকন্ঠ পিপাসার কারাগার ভেঙে
বিছিয়ে দাও সেথা অঞ্চলস্থিত মদিরাম্বু।
মেঘে-মেঘে ঢেকে যাক বেনিয়া রোদ্দুর
কোণে কোণে বিম্বিত আভা
চূর্ণ-বিচূর্ণকারী – আত্মার সজীবতা।
চৈতি মেঘের বালিয়াড়ি উড়াও;
দুঃসহ যাতনার অভ্রচূর্ণ নত হোক ভূমে
পাতার বাঁশি আর না ই বাজালো শিশু…
… মেলা ভাঙলো শিখণ্ডী ধুলোর জালে
প্রাণ নিয়ে কাড়াকড়ি, সব সাধ ভুলে
সবাই ছুটে নিরাপত্তার আড়াল খুঁজে…
যখন সময় হবে সূর্যও সুলভ হবে
থামবে ঝড় – চেতনা ও ভূমে
ধুলো মুছে সবাই ভাবতে বসবে;
কেন এমন হলো – পাতার বাঁশি
শিশুর ঠোঁট থেকে কেড়ে না নিলে
কী এমন ক্ষতি হতো কার?
সান্ত্বনার বাতাস আশ্বাসের ফুঁ দেয়;
“সময় তা’ শোধরে নেবে”
কেবল মা ই জানে – ‘তা কখনো হবার নয়’
অতঃপর;
পূর্বাপর বিক্ষিপ্ত জিজ্ঞাসা…
ঠাঁই পা’বে তে-মাথার
চা-দোকানের সরব আড্ডায়
কিন্তু বাঁশি বাজানো পেলব ঠোঁট দু’টি
কাঁপবে না আর।
ফের বছর, আবারো উঠবে ভরে মেলা প্রাঙ্গণ
ধুলো-উড়া সরব কোলাহলে, সবই আছে –
পতার বাঁশি ঝুনঝুনি গয়না পুতুল মিঠাই ফেরী
স-ব ঠিক আগেরই মতোন
থাকবে সবাই রত জীবনের সরস কাব্য রচনায়
কেবল ঠোঁট দু’খানা জানি খেলবে না তো আর!
১,২০২ বার পড়া হয়েছে
প্রথম পেজে একজনের দুইটির বেশি লেখা রাখার নিয়ম নেই। সেদিক খেয়াল রাখবেন। ধন্যবাদ, সুন্দর কবিতার জন্য।
এই সাইটে আমি নতুন সব নিয়ম-কানুন ভাল জানি না।
“প্রথম পেজে একজনের দুইটির বেশি লেখা রাখার নিয়ম নেই” – মানে কি?
প্রথম পেজে একজনের দুইটি লেখা থাকতে পারে? অর্থাৎ প্রথম পেজে একজনের একটি লেখা প্রদর্শিত অবস্থায় আর একটি পোস্ট দেয় যাবে? আমি বুঝি নি; আমার কি তার ব্যাত্যয় কিছু হয়েছিল কি না জানি না। আর তেমন হলে তো মাননীয় এডমিন হয় একটি লেখা সরিয়ে দিবেন নয় তো সাবধান করে দিবেন! ধন্যবাদ।
গদ্য কবিতার বিষয়রস থেকে কিছু রস নিয়ে গেলাম । ভালো থাকুন ।
শুভেচ্ছা ও ধন্যবাদ কবি।
শুভ কামনা রইল।
শুনে গেলাম স্মৃতি বেদনাময় পাতার বাঁশি …
সুন্দর মন্তব্যে প্রাণীত করার জন্য কবিকে ধন্যবাদ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইল।
খুব সুন্দর লিখেছেন
শুভেচ্ছা কবি
আপনাকেও শুভেচ্ছা জানাই।
ভাল থাকুন নিরন্তর।
খুব সুন্দর লিখেছেন
ধন্যবাদ কবি। শুভেচ্ছা নিন।
congratulations and thanks
.
আপনার লিখা যত পড়ি তত ভাল লাগে
শুভ বেশাখ
শুভ কামনা থাকলো