Today 10 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পারলে আওয়াজ দেন-১

লিখেছেন: নুরুজ্জামান মাহ্‌দি | তারিখ: ০৪/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1193বার পড়া হয়েছে।

ঘরের উপর চাল

তার উপরে নাল

হাজার হাজার টানতে গেলে

ঘরটা টালমাটাল

———————-

২৪ ঘন্টা সময়

১,১৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভালবাসা ভালবাসতে ভালবাসি
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ১৩৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ১০:৩০:৫৭ মিনিটে
Visit নুরুজ্জামান মাহ্‌দি Website.
banner

৯ টি মন্তব্য

 1. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  পারলাম না ভাই, নাল কি সেটাই বুঝলাম না।
  উত্তরটা বলে দিয়েন।
  ধাঁধা ভালো লাগলো।

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  আমিও পারলুম না। কয়ে দেন ভাই।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  পারলাম না ত আমিও
  বলে দেন তাড়াতাড়ি।

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  চেষ্টা করলাম, পারলাম না, উত্তর…

 5. মনিরুল হাসান মন্তব্যে বলেছেন:

  এই ধাঁধাঁর উত্তর কোথায়? এই ধাঁধাঁর উত্তর কি – দাবা খেলা?

 6. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  এর উত্তর হচ্ছে হুক্কা …

 7. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  পারলাম না । কি হবে উত্তর ?

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যে র ছন্দে ছন্দে ছড়া অসাধারণ
  বেশ সুন্দর কিন্তু ভাই

  শুভ কামনা থাকলো
  মহান বিজয় দিবসের শুভেচ্ছা

 9. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  অন্য রকম
  ভালো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top