পাল ছেঁড়া নাবিক
এই লেখাটি ইতিমধ্যে 1295বার পড়া হয়েছে।
আমি এক পাল ছেঁড়া নাবিক
চলেছি ঠিকানাবিহীন-
গন্তব্য কোথায়? জানি না। তবু চলছি তো চলছি!
সমুদ্র নীলে বেঁধেছি আমার ঘর!
মাস্তুলে দূর পারাপারের নিশান নেই
তবু পাড়ি দিতে হবে অনেক পথ
যেতে হবে বহুদুর।
যাত্রীরা সব নিশ্চিন্তে বসে আছে পাড়ের আশায়।
আমার ভরসায়!
আমি কী করে সেই ভরসাকে জলাঞ্জলি দিব?
দিতে কি পারি?
আমি নাবিক।
আমাকে যে পাড়ি দিতেই হবে!
সব ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে যেতে হবে ওপারে।
১,৩৫৬ বার পড়া হয়েছে
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। ভালবাসি মা, মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করি না।
প্রকাশিত গ্রন্থঃ জননী ও জন্মভূমি ( ছড়াগ্রন্থ), প্রিয়বন্ধু (উপন্যাস), শেষ বিকেলের কেউ (কাব্যগ্রন্থ)
প্রকাশিতব্য গ্রন্থঃ
কাব্যগ্রন্থঃ দুঃসময়ের মুখোমুখি/
উপন্যাসঃ স্বপ্নপুরাণ , কাগজের ফুল , ক্রান্তিকাল , নিষিদ্ধ প্রণয় , কামিনী /
কিশোর উপন্যাসঃ অভিযানঃ শ্মশানপুরীর রহস্য , গন্তব্য অচিনপুর/
শিশুতোষ ছড়াগ্রন্থঃ খোকন যাবে চাঁদের দেশে , ফুলের হাসি শিশুর হাসি।।
যা কিছু প্রিয়
-------------
প্রিয় ব্যক্তিত্বঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)।
প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসীম উদদীন।
প্রিয় ছড়াকারঃ সুকুমার রায়।
প্রিয় লেখকঃ হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রিয় জায়গাঃ নিজ গ্রাম।
প্রিয় সংগীতঃ বাউল গান, দেশ গান।
ভালোবাসাঃ আমার মেয়ে মায়িশা সামিহা অরণি ও মাশতুরা সাহিবা অবনী।।
প্রিয় উক্তি : আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই, কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না। (লেখক:অজ্ঞাত)।
সর্বমোট পোস্ট: ৮৬ টি
সর্বমোট মন্তব্য: ১২০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৬ ১৭:৪০:৫৪ মিনিটে
আমি নাবিক।
সব ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে
যেতে হবে ওপারে।
পাল ছেড়া নাবিকের কবিতা পড়লাম।ভাল লাগল কবিতা।ধন্যবাদ কবিকে চমৎকার কবিতা লেখার জন্য।শুভ নুতুন বছর ২০১৪।
ধন্যবাদ প্রিয়।ভাল থাকা হয় যেন…..
ভাল হয়েছে।
ধন্যবাদ প্রিয় আমির ভাই।
আমি নাবিক।
আমাকে যে পাড়ি দিতেই হবে!
সব ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে যেতে হবে ওপারে।
হুম আমরা সবাই জীবন তরীর নাবিক । আমাদেরকে পাড়ি যে দিতেই হবে
খুব সুন্দর হইছে
ধন্যবাদ প্রিয়….ভাল থাকবেন।
ছোট হোক,
তবু ও সুন্দর,
শুভ নব বর্ষ,
অনেক শুভ কামনা।
ধন্যবাদ প্রিয় …
শুভ নববর্ষ…
আমি নাবিক।
আমাকে যে পাড়ি দিতেই হবে!
সব ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে যেতে হবে ওপারে।
খুব ভাল লাগল কবিতাটি । ভয় পেয়ে পিছিয়ে আসলে হবে । আমাদের উপার পৌছতেই হবে ।শুভ কামনা ।
ধন্যবাদ প্রিয় আব্দুর রহমান ভাই।
কবি আরজু আপা র সাথে সহমত