Today 07 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পৃথিবীর প্রান্তিকে

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ২৮/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 946বার পড়া হয়েছে।

পৃথিবীর প্রান্তিকে বিগলিত সুখ
লাভার উদগিরনে তার বিশ্বাস,
বজ্রকীট সাথে অক্সিজেনশূন্য ফুসফুস দ্বার তাতে
ক্রমবর্ধমান হ্রাস শ্বাস।

কাংখিত স্বপ্নের অনাকাঙ্ক্ষিত বাস্তব
কবি ও কাব্যের স্তবক থাকে শুন্য,
দিন রাত্রির আবর্তন শুরু থেকে শেষ হয়
চরিত্রের সদ্য সবুজ হয় জীর্ন।

নিউমেরিক্যাল হয় আদর্শিক চিন্তা
ক্রমেই বিলীন হয় উচ্ছাস,
উপাদেয় টক্সিক আবিস্কার হয় বটে
জানা অজানায় হয় ভাইরাস।

গভীরতম সমবেদনা হয় তুঙ্গে ওঠার ধাপ
ভালো বাসা, প্রীতি হয় বানিজ্যিক রাত,
কালো হয় আলোর মাঝে থেকে
পবিত্রতা থেকে অপবিত্র হয় হাত।

তবু হাসপাস করে বেঁচে থাকার তাগিদ
বিশুদ্ধ অক্সিজেন খোঁজে অন্তর,
টক্সিকের পারজিং কিংবা ইনার্ট ঘোচাতে
চেষ্টা হোক শুরু,বয়ে থাক নিরন্তর।

৯২৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  স্বপ্ন কেউ বাস্তবায়ন করতে পারে, কেউ পারেনা, তবু মানুষ এগিয়ে যায়।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  কবিতার জন্য শুভকামনা
  চমৎকার লিখেছেন।
  সুন্দর ভাবনা

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগল।

 4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “ভালো বাসা, প্রীতি হয় বানিজ্যিক রাত,” – বেশ ভাল বলেছেন।
  শুভেচ্ছা জানাই কবিকে –

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লিখনী

  চমৎকার হয়েছে

  নাইস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top