নোটিশ
পৃথিবীর প্রান্তিকে
এই লেখাটি ইতিমধ্যে 778বার পড়া হয়েছে।
পৃথিবীর প্রান্তিকে বিগলিত সুখ
লাভার উদগিরনে তার বিশ্বাস,
বজ্রকীট সাথে অক্সিজেনশূন্য ফুসফুস দ্বার তাতে
ক্রমবর্ধমান হ্রাস শ্বাস।
কাংখিত স্বপ্নের অনাকাঙ্ক্ষিত বাস্তব
কবি ও কাব্যের স্তবক থাকে শুন্য,
দিন রাত্রির আবর্তন শুরু থেকে শেষ হয়
চরিত্রের সদ্য সবুজ হয় জীর্ন।
নিউমেরিক্যাল হয় আদর্শিক চিন্তা
ক্রমেই বিলীন হয় উচ্ছাস,
উপাদেয় টক্সিক আবিস্কার হয় বটে
জানা অজানায় হয় ভাইরাস।
গভীরতম সমবেদনা হয় তুঙ্গে ওঠার ধাপ
ভালো বাসা, প্রীতি হয় বানিজ্যিক রাত,
কালো হয় আলোর মাঝে থেকে
পবিত্রতা থেকে অপবিত্র হয় হাত।
তবু হাসপাস করে বেঁচে থাকার তাগিদ
বিশুদ্ধ অক্সিজেন খোঁজে অন্তর,
টক্সিকের পারজিং কিংবা ইনার্ট ঘোচাতে
চেষ্টা হোক শুরু,বয়ে থাক নিরন্তর।
৭৬২ বার পড়া হয়েছে
স্বপ্ন কেউ বাস্তবায়ন করতে পারে, কেউ পারেনা, তবু মানুষ এগিয়ে যায়।
কবিতার জন্য শুভকামনা
চমৎকার লিখেছেন।
সুন্দর ভাবনা
খুব সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগল।
“ভালো বাসা, প্রীতি হয় বানিজ্যিক রাত,” – বেশ ভাল বলেছেন।
শুভেচ্ছা জানাই কবিকে –
ভালো লিখনী
চমৎকার হয়েছে
নাইস