Today 19 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পৌনঃপুনিক

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১১/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 600বার পড়া হয়েছে।

যতটুকু গুছিয়ে নিই

তার চেয়ে ঢের বেশি হয় এলোমেলো।
অকস্মাৎ ধমকা হাওয়ার নাদানি’তে
আগের চেয়ে ঢের বেশি হয় অগোছালো।
সবি বৃথা ঘামের ফোঁটা
তাসের ঘরের মত হয়পণ্ড।
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে

শ্রমের টুকরো টুকরো খণ্ড।

 

বস্তাপচা সেই পুরনো নাটক
বারংবার একই নাটকের মঞ্চায়ন।
নাটকের শেষ অংকে এসে
ব্যর্থতার করুণ চিত্রায়ন।
বিরক্ত দর্শক;ক্লান্ত কুশীলব
তবে অনিঃশেষ মনোবলে পরিচালক।
তাঁর নির্দেশনায় পুরনো স্ক্রিপ্টে
চলছে সেই পুরনো নাটক।

আশা’র বীজ জমিনে পুঁতে
পরিচর্যায় মশগুল কৃষক।
শিশু চারা’র মুখ দেখে
বেজে উঠে মনের ঢোলক।
অকস্মাৎ সেই পুরনো খেলা
ভেঙ্গে যায় শিশু চারা’র নরম ঘাড়।
এক ধমকা হাওয়ার অজুহাতে
কৃষকের আশা ছারখার।

বারংবার এমন মুখস্থ নাটক
বেখায়ালেও হয় না এতোটুকু ভুল।
পৌনঃপুনিক নাটকের পৌনঃপুনিক দৃশ্য
গড়বড় হয় না এক চুল।
জানি না কত বার হবে মঞ্চায়ন?
নাকি হবে তা অসীম বার?
পৌনঃপুনিক নাটকের কুশীলব হয়ে
নাকি যেতে হবে ওপাড়?

৫৮৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  যতটুকু পড়েছি তাৱচেয়ে বেশী এলোমেলো লেখেছে কবিতা

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  না ভাল লিখেছেন, এক ভাব হতে অন্যটায় দৌড়ে যাবার ফল।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Bhabna o theke gelo ogochalo
  tobuo valo kabyo

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বারংবার এমন মুখস্থ নাটক
  বেখায়ালেও হয় না এতোটুকু ভুল।
  পৌনঃপুনিক নাটকের পৌনঃপুনিক দৃশ্য
  গড়বড় হয় না এক চুল।

  জীবন এমনই..
  চমৎকার লিখেছেন, অনেক ভাল লাগা রইল।

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  পুনঃপৌনিকেৱ সমাপ্তি কোথায় ?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top