Today 23 Apr 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রকৃতির সাথে

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ৩০/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1163বার পড়া হয়েছে।

butterfly on flower sm

—  জসিম উদ্দিন জয় —

সবুজ বনে সবুজ ঘ্রানে,
প্রজাপতির শিশির স্নানে।
ঝড়ছে ঝর্না পানির বন্যা,
হলদেপাখী দিচ্ছে ধন্না।
আতা- বেলে সব ফেলে,
ময়ৃুরপাখী পাখনা মেলে।
তিড়িং বিড়িং ঘাস ফড়িং ,
ক্লান্তি নেই, নেই বোড়িং।
ফুলে ফুলে ভোমর দোলে,
ঝাক বাঁধে গাছের কোলে।
কুহু ডাকি ময়না পাখী,
গানের সুরে জুরাই আখী।
নানা কাজে প্রকৃতির সাজে
লজ্জাপতির পাতার লাজে
ডালে ডালে লাফাই কে যে
কাঠবিড়ালীর লম্বা লেজে।
এসো ধরি হাতে হাতে,
চাদেঁর রথে প্রকৃতির সাথে।

১,১৫৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ ছন্দ মনোমুগ্ধকর
  সুন্দর ভাল লাগলো পড়ে

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ছড়া সুন্দর হইছে
  লিখে যান অবিরত

  শুভেচ্ছা

 3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  ছন্দে ছন্দে দারুণ ছড়া ! ভালো লাগলো ।
  ভালো থাকুন, শুভেচ্ছা নিন ।

 4. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  প্রকৃতির কবিতা প্রকৃত পক্ষেই ভাল লাগল।

 5. মিলি মন্তব্যে বলেছেন:

  ইশ মনে হচ্ছে আমিও হারিয়ে যাচ্ছি প্রজাপতি আর ফুলের মেলায় ……

 6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  ছন্দময় লেখনী তবে কবির অন্যান্য লেখার তুলনায় তত মজা পাই নি।
  শুভেচ্ছা জানাই কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top