প্রথম মেঘ শাবক
এই লেখাটি ইতিমধ্যে 2170বার পড়া হয়েছে।
মনের কিশলয়ে নির্নিমেষ চেয়ে থাকা তোমার হরিণ চোখের
উস্কানিতে এক নিপাট দুপুরে নীল আকাশটা আড়মোড়া
ভেঙে হঠাৎ করে হয়ে যায় ভালোবাসার কবিতার খাতা,
আকাশের গোটা নীল মলাট জুড়ে আমি সাদা মেঘের
পেজা কার্তুজ কালির আঁচরে বারবার তোমার ঘাসফুল
নাম লিখে দেই বলেই না তুমি ঝুমুর ঝুমুর নূপুর পায়ে
পাগলপারা বৃষ্টিধারা হয়ে ঝরো আমার কথক বুক জুড়ে ।
আকাশের নীল আর মানুষের মন ঘন ঘন বদলায়,
আকাশের রঙ দিয়ে তাই আঁকা যায় মনের এপিটাফ,
নীলের জন্য অবারিত হবার অপরাধে যখন আকাশের
উদার কক্ষপথে হানা দেয় মন খারাপের বনসাই মেঘ,
আমাদের ভালোবাসাবাসির কিনারাহীন নৈঃশব্দ নিমেষে
গিলে নেয় অজস্র অন্তর্মুখী বিষাদের কালকূট সামিয়ানা,
আমি অভিমানে বজ্রবিদ্যুৎ হেনে লিখে যাই বিরহের কবিতা ।
জোৎস্ন্যা শোভিত তারার অবাধ্য তিমির আমাদের জন্য রাতের
প্রসারিত বুক জুড়ে সাজায় কল্পগাঁথা জোনাক লোকের রূপকথা,
তুমিও অভিসারের কুসুমিত আঁচল বিছিয়ে আঁধারের প্রশ্রয়ে
আমার জন্য মনের দেরাজ থেকে পাঠাও নিঃশর্ত মেঘমিলন বার্তা,
তোমার বাড়িয়ে দেয়া আকাশ যোনি আমার উত্থিত দিগন্ত
রেখার মিলন মোহনায় ভালোবাসায় ভিজে একাকার হয়ে পূর্ণতার
আনন্দে ভূমিষ্ঠ হয় আমাদের ভালোবাসার প্রথম মেঘ শাবক ।
২,১৩৩ বার পড়া হয়েছে
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit
হাসান ইমতি Website.
খুব ভালো লিখেছেন কবি।
বেশ আবেগঘন সুলিখিত কবিতা পড়ে আবেশিত হলাম।
কবিকে শুভেচ্ছা জানাই –
ভালোবাসা দ্বীপ সরকার
এটা চলন্তিকার জন্য লেখা আমার প্রথম কবিতা, চলন্তিকার প্রকাশনার জন্য অপ্রকাশিত লেখা চাওয়া হয়েছে, ভালোবাসা অনিরুদ্ধ …
অসাধারণ ইমতি ভাই 🙂
ভালোবাসা সপ্নীল …
খুব ভালো লিখেছেন
উপমা উৎপ্রেক্ষায় মোড়ানো কবিতা , পড়ে ভাল লাগলো । শুভেচ্ছা রইল । ভাল থাকুন সতত ।
অনেক অনেক ভালো লিখা । চমৎকার উপস্থাপনা আর শব্দের ব্যবহারে অনবদ্য কবিতা ।
কবিকে অভিনন্দন ।
অসম্ভব সুন্দর কবিতা অনেক ভাল লাগল