Today 20 Jan 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রিয়তমাসু , ভাল থেকো

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৮/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 872বার পড়া হয়েছে।

মা ঠাকুমা দিদি মাসি পিসি এমনকি বান্ধবীকে নারী হিসেবে কখনও দেখিনি । অথবা এরাও কখনো নিজেদের নারী হিসেবে ভাবে না ।
ফলে নারী সত্ত্বা আলাদা করে চোখে পড়েনি । ভোগ অভোগ এই দু’ভাবে সজ্জিত গুহাচিত্র । আকাশের মুখ সবসময় অন্ধকার মেঘে ঢাকা । যে দু একটা তারা মাঝে মাঝে ঝলসে ওঠে তাতে খুব একটা পরিবর্তন হয় না আগামীর ।
এই যে ভুমিকা অনেকক্ষেত্রে এত উজ্জ্বল যে নারী হিসেবে এও বা কম কিসে ? বাঁচা যেমন জীবনে তেমনি জীবনের ভূমিকায় । স্বকীতায় নারী এগিয়ে ।
বলতেই হয় – ভালোবাসি , ভালোবাসি ।
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে নদী , গোলাপ হাতে দাঁড়িয়ে অপেক্ষায় , শান্তিসুখে ফিরতে কোন সীমায় জীবন চোখে নারীর হৃদয়সুর বেজে যায় । অধিকার দিয়ে এই সুর স্তব্ধ করা যায় না ।
কেউ একক সম্পূর্ন নয় । সত্ত্বার নিজস্ব বেণী সুতোর বাইরে নিজেকে চিনবে চেনাতে বাধ্য হবে । তেমনই আশায় প্রিয়তমাসু । ভাল থেকো ।
-০-০-০-

৮৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  লেখা ভাল লাগল দাদা। শুভেচ্ছা রইল

 2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  ভালো থাকুক প্রিয়তমাসু, ভালো থাকুক কন্যে, জননী, ভগিনী …

 3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ লাগল “প্রিয়তমাসু , ভাল থেকো”
  শুভেচ্ছা কবিকে –

 4. ফাগুন আইভি মন্তব্যে বলেছেন:

  প্রিয়তমাসু ভালো থাকবে। আপনি কেমন আছেন, দীপঙ্কর ভাই?

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ মুগ্ধকর লিখনী
  বেশ ভাল ভাবনা র প্রকাশ দেখলাম

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top