Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রিয় তোমার স্মৃতিগুলো ।

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ০১/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 907বার পড়া হয়েছে।

 

আমি আজো বসে থাকি

সেই পরিচিত বকুল তলায়

তুমি আসবে বলে নয়

তোমাকে নিয়ে সেই মিষ্টি মিষ্টি

স্মৃতিগুলোকে চোখের সামনে আনতে

মনের সামনে আনতে ।

মেঘ যুক্ত ঘুমন্ত চাঁদরে আলোয়

আরো বেশী করে

মনে পড়ে তোমার স্মৃতিগুলোকে ।

 

আমি আজো বসে থাকি

সেই পরিচিত বকুল তলায়

বকুল ফুলের গন্ধে

তোমার আলতো পায়ে

পিছু পিছু এসে

আমাকে জড়িয়ে ধরার কল্পনার  

স্মৃতি গুলোকে চোখের সামনে আনতে

বসে থাকি সেই অপেক্ষাগুলোকে

অনুভব করার জন্য …..

তোমার একটা ছোট্ট

চিঠি পাবার অপেক্ষা,

চিঠি দেওয়ার সময়

তোমার হাতের ছোট্ট আঙ্গুলে

ভুলে অল্প স্পর্শ লেগে যাওয়ার অপেক্ষা….

আমিনা ঐটুকু স্পর্শেই

শিতের রাতে ঘামে সিক্ত হতাম

তোমার উষ্ম আলিঙ্গনের শিহরনে

 

আমি তোমার স্মৃতিগুলোকেই

বেশী আগলে রাখি

তোমার বাস্তব পদচারনার চেয়েও বেশী…!

ঐসময়কার ব্যকুলতায়

সাগরের উম্মাতাল ছন্দ ছিলো

না দেখেলে পাগল করা

দেখার আকুতি ছিলো অতিপ্রাকৃত

আজো অপেক্ষা করতে ভালো লাগে

তাই বসে থাকি

সেই পরিচিত বকুল তলায়

তুমি আসবে বলে নয়

তোমাকে নিয়ে সেই মিষ্টি মিষ্টি

স্মৃতিগুলোকে চোখের সামনে আনতে

মনের সামনে আনতে……।

রচনাকাল ০১/১১/২০১৩ ইং (রাত ১০.৩০ মিনিট)

 

৯৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  স্মৃতি নিয়ে খুব সুন্দর ভাবনা…ভালো লাগলো…

 2. তৌফিক মাসুদ মন্তব্যে বলেছেন:

  মন ছুয়ে গেল। শুভকামনা জানবেন।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো কবিতা টি

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  স্মৃতি ভুলে যাওয়াই ভাল।

  • সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

   ভাই সব স্মৃতি ভুলে যাওয়া ভালো না । স্মৃতি দিয়েই প্রিয় মানুষগুলোকে আরো বেশী করে কাছে পাওয়া যায় । দুঃসহ স্মৃতি ভুলে গেলে তাই মঙ্গলময় । কিন্তু সুন্দর স্মৃতির স্থায়িত্ব কমে গেলে মানুষের বাঁচাই কঠিন হয়ে পড়বে । ধণ্যবাদ মন্তব্যের জন্য ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা জানালাম ।

 6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আমি আজো বসে থাকি
  সেই পরিচিত বকুল তলায়
  পরাবে কি বকুল মালা
  সখী তুমি আমার গলায়।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top